ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

প্রবল বেগে উজান থেকে ঢল নামছে কুশিয়ারায়

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

(৩ বছর আগে) ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার, ১:৩৪ অপরাহ্ন

mzamin

উজান থেকে প্রবল বেগে ঢল নামছে সিলেটের কুশিয়ারায়। এ কারণে ৬ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভাসিয়ে নিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ঢলের কাছে অসহায় হয়ে পড়েছেন কুশিয়ারা তীরের মানুষজন। প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। তবে- দুর্গম এলাকার লোকজন খাবার সঙ্কটে রয়েছেন। 

এদিকে- সুরমার পানি কমছে। তবে- এখনো সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। নগরের তালতলা, উপশহর সহ অন্তত ১০ এলাকার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, সিলেট সদর সহ কয়েকটি উপজেলার পানি ধীরগতিতে কমছে। এসব এলাকায় এখন ভেসে উঠছে বন্যার ভয়াবহ চিত্র। আইজিপি বেনজির আহমদ কোম্পানীগঞ্জে ত্রাণ বিতরণে যাচ্ছেন।

কুশিয়ারার তাণ্ডবে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ। বালাগঞ্জ সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বালাগঞ্জ-তাজপুর সড়কের উপর কোথা কোথাও কোমরপানি। ৬টি উপজেলার ৮০ ভাগ এলাকা বন্যায় তলিয়ে গেছে। নৌকা দিয়ে যাতায়াত করছে মানুষ। কুশিয়ারা তীরবর্তী ওসমানীনগরের পরিস্থিতি ভয়াবহ। ৯০ ভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ওসমানীনগরের সাদিপুর, পশ্চিম পৈলনপুর, উমরপুর, উসমানপুরে পানিবন্দি হয়ে পড়েছে মানুষ। স্থানীয় লোকজন গ্রামে গ্রামে খিচুড়ি রান্না করে মানুষের মধ্যে বিতরণ করছেন। 

জকিগঞ্জ দিয়ে প্রবল বেগে নামছে উজানের ঢল। উজানে ভারতের আসামের শিলচরে বন্যা পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণে ঢল নামা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জের কুশিয়ারা তীরবর্তী এলাকার বাসিন্দারা। তারা জানার- ঢল নদী দিয়ে ঢুকে লোকালয় ভাসিয়ে নিয়ে গেছে। এতে করে লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় দিন যাপন করছেন। 

পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে- সিলেটের জকিগঞ্জের অমলসীদ, বিয়ানীবাজারের শ্যাওলা, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানিয়েছেন- আজ রাত পর্যন্ত ঢল নামতে পারে। এরপর পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status