ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার
১৭ ডিসেম্বর ২০২৩, রবিবার
mzamin

বিদেশে ভ্রমণকারী বা প্রবাসী বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত অক্টোবরে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ৫ হাজার ৩৮৬ কোটি টাকা। এটি আগের মাসের তুলনায় ২৩.২৯ শতাংশ বেশি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। দেশের ভেতরে ক্রেডিট কার্ডের মাধ্যমে স্থানীয় মুদ্রা টাকায় খরচ করা যায়। আবার বিদেশি মুদ্রায় অনলাইনে পণ্য কিনে বাইরে  থেকে দেশে আনা যায়। আবার বিদেশ ভ্রমণের সময়ও ক্রেডিট কার্ড ব্যবহার, কেনাকাটা ও বিল পরিশোধ করা যায়। ডেবিট কার্ডের চেয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রা খরচের পরিমাণ বাড়ছে দিন দিন। সাম্প্রতিক সময়ে কাগুজে ডলারের অপ্রতুলতায় ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রা খরচের পরিমাণ বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বৈদেশিক লেনদেনসহ দেশে ক্রেডিট কার্ডে লেনদেন গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ১৫.৪৩ শতাংশ বেড়ে ২৫ হাজার ৯৬৪ কোটি টাকা হয়েছে।

ব্যাংকাররা জানান, বছর শেষ হওয়ার আগে অনেকে বিদেশ ভ্রমণ করায় বিদেশে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে। এ ছাড়া স্বল্পতার কারণে ব্যাংক থেকে প্রয়োজন অনুযায়ী ডলার কিনতে না পারায় ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে।

বিজ্ঞাপন
এ কারণে বেশির ভাগ মানুষ ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের চেষ্টা করছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে প্রায় ২ হাজার ৬৮৬ কোটি টাকা খরচ করেন ক্রেডিট কার্ডধারীরা। পরের মাসেই এর পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৩৫ কোটি টাকা। অর্থাৎ আগের মাসের তুলনায় ৪৪৮ কোটি ৯০ লাখ টাকা বা ১৬.৭২ শতাংশ খরচ বেশি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত অক্টোবর মাসে বাংলাদেশিরা দেশের ভেতরে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেন ২ হাজার ৫৯৬ কোটি ৪০ লাখ টাকা। আগের মাসে যা ছিল ২ হাজার ২৪৯ কোটি ৩০ লাখ টাকা।

আর বিদেশে গত অক্টোবরে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ বা পরিশোধ করা হয়েছে ৫৩৮ কোটি ৬০ লাখ টাকার সমপরিমাণ ডলার, যা আগের মাসের তুলনায় ২৩.২৯ শতাংশ বেশি। সেপ্টেম্বর মাসে বাংলাদেশিরা খরচ করেছিলেন ৪৩৬ কোটি ৮০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, অন্যান্য দেশে ইস্যু করা ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশে লেনদেনও গত সেপ্টেম্বরের ১ হাজার ৯০ কোটি ৪০ লাখ টাকা থেকে বেড়ে অক্টোবরে ১ হাজার ৯৯ কোটি ৩০ লাখ টাকা হয়েছে। ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের খরচের ধরন বিশ্লেষণে দেখা গেছে, তাদের বেশিরভাগই ডিপার্টমেন্টাল স্টোরে ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন। গত অক্টোবরে সব ক্রেডিট কার্ড লেনদেনের প্রায় ৫০.৭৩ শতাংশ হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। 

ক্রেডিট কার্ডে ছোট দোকানে খরচ হয়েছে ১২.০৪ শতাংশ। এ ছাড়া ইউটিলিটি বিল পরিশোধে খরচ হয়েছে ৯.০২ শতাংশ, নগদ টাকা তোলা হয়েছে ৮.০১ শতাংশ এবং ওষুধ ও পোশাক কেনায় খরচ হয়েছে যথাক্রমে ৫.৪৮ শতাংশ ও ৫.১২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ক্রেডিট কার্ডের মোট লেনদেনের ৭৩.০৭ শতাংশে ভিসা কার্ড ও প্রায় ১৬.৮৯ শতাংশে মাস্টার কার্ড ব্যবহার করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে আরও জানা গেছে, গত অক্টোবরে অ্যামেক্স কার্ডের মাধ্যমে খরচ হয়েছে ৯.৭৯ শতাংশ ও বাকি অংশ লেনদেন হয়েছে অন্যান্য প্রতিষ্ঠানের আর্থিক পরিষেবার মাধ্যমে। এ ছাড়া বিভিন্ন ধরনের খুচরা পণ্যে ১২ শতাংশ, নগদ উত্তোলনে ৮ শতাংশ, ওষুধ কেনাকাটায় ৫.৮ শতাংশ, পোশাকে ৫.১২ শতাংশ, পরিষেবায় ৯ শতাংশ ও যাতায়াতে ৩ শতাংশ খরচ করেছে বাংলাদেশিরা।
অক্টোবরে বাংলাদেশে খরচ করা বিদেশিদের মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা (২২.২০%)। এরপরে আছে যুক্তরাজ্য (১২.৭৪%) ও ভারতের (১১.৭৯%) নাগরিকরা। বাংলাদেশিরা বিদেশে গিয়ে সবচেয়ে বেশি খরচ করেছেন ভারতে, যার হার ১৬.৭৫ শতাংশ। তারপরে আছে যুক্তরাষ্ট্র (১৪.৭১%) ও থাইল্যান্ড (৯.৩৩%)।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

রাস্তায় রাস্তায় ট্যাংক/ হামাস-ইসরাইল তীব্র লড়াই

সমমনাদের সঙ্গে বিএনপি’র বৈঠক/ যুগপৎ আন্দোলনে জামায়াতকে নেয়ার পরামর্শ

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status