ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

সিসিটিভি ফুটেজ প্রকাশ করে ওই নির্যাতিতাকে আরও বেশি অপমান করা হয়েছে

সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা থেকে
১১ মে ২০২৪, শনিবার

রাজভবনের নারী  কর্মীর ‘শ্লীলতাহানি’ কাণ্ডে বৃহস্পতিবার রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানোর আয়োজন করেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল তাকে নাটক বলে কটাক্ষ করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক  বন্দ্যোপাধ্যায়।   রাজ্যপালের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ‘বাইরের ফুটেজ দেখিয়ে কী হবে? ক্ষমতা থাকলে রাজ্যপাল তার করিডর, চেম্বারের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনুন। এ তো পুরো নাটক।’ অভিষেক  বলেন, ‘ওনার এত ভয় কেন? যে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে তাতে ওই নারীকে আরও অপমান করা হয়েছে। শ্লীলতাহানির শিকার হওয়া এক নারী কাঁদতে কাঁদতে যাচ্ছে পুলিশের কাছে। সেই ভিডিও আপনি দেখাচ্ছেন? আপনার ক্ষমতা থাকলে আপনি রাজভবনের করিডরের ভিডিও দেখান। আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে সেই ভিডিও দেখান। আপনি ওই নারীকে  অপমান করছেন কারণ আইনে আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া যায় না বলে।’ 

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনের এক অস্থায়ী কর্মচারী। তা নিয়ে গত কয়েক দিন ধরেই রাজ্য রাজনীতি তোলপাড়। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেন ওই তরুণী।

বিজ্ঞাপন
কিন্তু রাজ্যপালের সাংবিধানিক রক্ষাকবচ থাকায় পুলিশ তদন্ত শুরু করতে পারেনি। তবে অনুসন্ধান শুরু করেছে লালবাজার। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। তার সাংবিধানিক রক্ষাকবচও রয়েছে। সেই প্রসঙ্গে অভিষেকের পরামর্শ ‘রাজ্য সরকারের উচিত রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া। রাজ্যপাল বলে তিনি যা ইচ্ছা তা-ই করতে পারেন না। আইন সবার জন্য সমান হওয়া উচিত।’ শুধু তাই নয় কড়া সুরে রাজ্যপালকে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, ‘অন্যায় করে থাকলে আপনি স্বীকার করুন। ক্ষমা চাইলে কেউ ছোট বড় হয়ে যায় না। আপনার দ্বারা যদি ভুল হয়ে যায় ক্ষমা চান। এত ঔদ্ধত্য কেন? নিজের ঔদ্ধত্য কায়েম রাখতে সেই মেয়েটিকে আরও বেশি অপমান করা হচ্ছে।’

পাঠকের মতামত

এটা আবার কি ধরনের আইন! রাজ্যপাল কি মানুষ নয়? সে কি দোষ করতে পারে না। সাংবিধানিক রক্ষাকবচ থাকবে কেনো?উনার অফিস কি কুটনৈতিক মিশন?ট্রাম্পের ও তো বিচার হচ্ছে।

রাশিদ
১১ মে ২০২৪, শনিবার, ৪:১৯ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status