বাংলারজমিন
পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সৃষ্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
জয়পুরহাট প্রতিনিধি
২৩ জুন ২০২২, বৃহস্পতিবারস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সৃষ্টি। তার সাহসেই এই ধরনের সেতু তৈরি করা সম্ভব হয়েছে। শেখ হাসিনার হাজারো উদ্যোগের মাঝে এই সেতু অনন্তকাল আওয়ামী লীগের উন্নয়নের নজির হয়ে থাকবে।
বুধবার দুপুরে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুল মাঠে শহীদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুলের নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন একমাত্র তার পক্ষেই সবকিছু সম্ভব।
বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেনÑ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সামছুল আলম দুদু। পরে বিকালে সার্কিট হাউস মাঠে জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস, জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমাবেশে ডিআইজি আঃ বাতেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেনÑ সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্থানীয় নেতৃবৃন্দ। পরে সদর থানার চকবরকত পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবন ও পুলিশ লাইন্সের নবনির্মিত মুক্তিযুদ্ধ কর্নার গৌরবময় স্বাধীনতা’র শুভ উদ্বোধন করা হয়।