ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

কমলনগরে ইটভাটার কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
mzamin

লক্ষ্মীপুরের কমলনগরে ইটভাটার কালো ধোঁয়ায় প্রায় দুই শ’ পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২১ বছর থেকে মেসার্স এমএনএস ব্রিক ম্যানুফেকচারার নামে এ অবৈধ ইটভাটা স্থাপনের ফলে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে মারাত্মক হুমকির মুখে পড়েছে ফসলি জমি ও সামাজিক বনায়ন। বায়ুদূষণের ফলে ফুসফুসের প্রদাহ, শ্বাসকষ্ট, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এ এলাকার সাধারণ মানুষ। এরই প্রতিবাদে বুধবার সকালে কমলনগর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী এক পরিবারের পক্ষে মো. হুমায়ুন কবির সংবাদ সম্মেলনে বলেন, উপজেলার চরলরেন্স এলাকায় ২০২১ সালে মেসার্স এমএনএস ব্রিক ম্যানুফেকচারার নামে একটি অবৈধ ইটভাটা স্থাপন করেন। তখনকার সময় ভাটা মালিক মোশারফ হোসেন খোকন ইউপি চেয়ারম্যান হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাননি। দীর্ঘদিন থেকে ভাটা পরিচালনার ফলে আশপাশের প্রায় দুইশ’ পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে অনেকে তাদের বাড়িঘর ফেলে রেখে অন্যত্র বসবাস করছে। সম্প্রতি চলতি মাসের ১২ তারিখে ইটভাটার কালো ধোঁয়া ছেড়ে দিলে আশপাশের প্রায় দুইশ’ পরিবারের বাড়ির পরিবেশবান্ধব গাছপালা পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়াও ফসলি জমি, ফলদ ও বনজ সকল উদ্ভিদ ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, তাদের অবৈধ ইটভাটা সরিয়ে নিতে বহুবার প্রশাসনের ধারস্থ হলেও কোনো প্রতিকার পাননি। সর্বশেষ গত ২০১৮ সালের ৮ই অক্টোবর  জেলা প্রশাসকের বরাবরে একটি লিখিত অভিযোগ করেন তিনি। জেলা প্রশাসক তৎসময়কার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেও কোনো ব্যবস্থা নেননি। জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দেয়ার পর থেকে ভাটা মালিক মোশারফ হোসেন খোকন ও তার ভাই মো. রাশেদ আমাদের হুমকি ধামকি দিয়ে আসছেন। এ বিষয়ে ভাটা মালিক মো. রাশেদ বলেন- ইটভাটার সর্বশেষ আগুন নেভানোর সময় কালো ধোঁয়ায় আশপাশের কিছুটা ক্ষতি হয়। এ বছর ওয়েদার খারাপ থাকায় বেশি ক্ষতি হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিষয়টি সরজমিন খতিয়ে দেখার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমাকে নির্দেশ দেয়া হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status