খেলা
বেতিসের মাঠে রিয়ালের হোঁচট, তবুও খুশি কোচ আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১০ ডিসেম্বর ২০২৩, রবিবার, ২:০৭ অপরাহ্ন

স্প্যানিশ লা লিগায় উড়ছিল রিয়াল মাদ্রিদ। তবে টানা তিন জয়ের পর ছন্দপতন হলো লস ব্লাঙ্কোদের। হোঁচট খেলো রিয়াল বেতিসের মাঠে। শনিবার রাতে বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে লিড নিয়েও বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করলো গ্যালাটিকোরা। দল পয়েন্ট হারালেও পারফরম্যান্স নিয়ে খুশি মাদ্রিদিস্তা কোচ কার্লো আনচেলত্তি।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৫৩তম মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ মিডফিল্ডার ব্রাহিম দিয়াজের পাসে গোলটি করেন ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। ৬৬তম মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার এইতর রুইবালের গোলে সমতা টানে রিয়াল বেতিস।
ম্যাচজুড়ে দুই দলই সমান আধিপত্য দেখায়। ৩৭ শতাংশ বল দখলে রেখে ১৪টি শটের ৬টি লক্ষ্যে রাখে রিয়াল বেতিস। ১২টি শটের ২টি লক্ষ্যে রাখা রিয়াল মাদ্রিদের বল পজেশনে ছিল ৬৩ শতাংশ। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘এটা ভালো একটি ম্যাচ ছিল। দুই দলই সমানতালে খেলেছে। ম্যাচের ফলাফল যথাযথ হয়েছে। ম্যাচের নিয়ন্ত্রণ হারানোর পরই আমরা একটা গোল খাই। আমার মনে নেয়, বেতিসের প্রচেষ্টার কারণেই এই ফল হয়েছে। এই ম্যাচটি তারা হারলে বেমানান হতো। তারা দুর্দান্ত খেলেছে, আমাদের মতোই।’
আনচেলত্তি বলেন, ‘আমাদের বিশ্বাস, রেজাল্টটা খারাপ হয়নি। আমরা খেলায় লেগেছিলাম, যা ভালো লক্ষ্মণ। ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আমাদের হাতে। প্রতিপক্ষও দারুণ খেলেছে। খুশি মনেই বাড়ি ফিরছি আমরা। পরের খেলাগুলোতে মনোযোগ দিচ্ছি।’
রিয়াল বেতিসের মাঠে পয়েন্ট হারানোয় স্প্যানিশ লা লিগা টেবিলে শীর্ষস্থান হুমকির মুখে পড়ে গেলো রিয়াল মাদ্রিদের। ১৬ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে গ্যালাটিকোদের। ১৫ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। নিজেদের ১৬তম ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে শীর্ষস্থান দখলের সুযোগ থাকবে দলটির। সাতে থাকা রিয়াল বেতিসের পয়েন্ট ২৬।