খেলা
দুই গোলের লিড নিয়েও বেনজেমাদের কাছে হারলো রোনালদোরা
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩১ অপরাহ্ন

একটা সময়ে দু’জন একসঙ্গে কতশত ম্যাচ জিতিয়েছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। সতীর্থ হিসেবে একজন আরেকজনকে দিয়ে গোল করিয়েছেন, মেতেছেন উল্লাসে। সময়ের পরিবর্তনে সেই ক্রিস্টিয়ানো রোনালদো আর করিম বেনজামা এখন খেলছেন সৌদি প্রো লীগে, একজন আল নাসরে ও আরেকজন আল ইত্তিহাদে। বুধবার বেনজেমার ইত্তিহাদের কাছে ৩-২ গেলে হেরেছে রোনালদোর নাসর। ঘরের মাঠে ম্যাচের শুরুতে নাসর দুই গোলে এগিয়ে গেলেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ইত্তিহাদ, এক-এক করে তিনটি গোলে নিশ্চিত করে জয়। এই হারে আগামী মৌসুমে এএফসি চ্যাম্পিয়নস লীগের এলিট আসরে খেলার শঙ্কায় পড়ে গেছে রোনালদোরা।
আল আওয়াল পার্কে এদিন ১৫টির মধ্যে ৫টি শট লক্ষ্যে রাখে স্বাগতিকরা। অন্যদিকে ১২টির শটের মধ্যে ৬টি লক্ষ্যে থাকে ইত্তিহাদের। ম্যাচের তৃতীয় মিনিটেই সাদিও মানের গোলে এগিয়ে যায় নাসর। ৩৭তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন আয়মান ইয়াহিয়া। আক্রমণ চলাকালীন এক পর্যায়ে মানের হাতে বল লাগলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) চেক করে গোলটি বহাল রাখেন রেফারি। বিরতির পর ইত্তিহাদ ম্যাচে ফেরে প্রবলভাবে। মাঠে ফিরে মিনিট চারেকের ভেতর দুই প্রতিপক্ষের মাঝ থেকে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা বেনজেমা। ৫২তম মিনিটে সমতাসূচক গোলটি করেন এনগোলো কান্তে। যোগ করা তৃতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন ইত্তিহাদের আলজেরিয়ান মিডফিল্ডার হোসেম আউয়ার। এদিনের হারে ৩০ ম্যাচ শেষে ৬০ পয়েন্টে চারেই থাকলো নাসর। সমপরিমাণ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে সবার উপরে ইত্তিহাদ। কিং কাপের ফাইনালেও উঠেছে বেনজেমা-কান্তেরা। তাদের সামনে এখন দু’টি শিরোপার হাতছানি। একইসংখ্যক ম্যাচে ৬৫ ও ৬১ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আল হিলাল ও আল আহলি সৌদি। তবে এই হারে কিছুটা দুশ্চিন্তার ছাপ পড়েছে রোনালদো-মানেদের কপালে। এবারের এএফসি চ্যাম্পিয়নস লীগ আহলি জিতে যাওয়ায় সৌদি প্রো লীগ থেকে আগামীবার অন্য স্রেফ দু’টি দল খেলবে প্রতিযোগিতাটির এলিট পর্বে। সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে নাসর। আবার অন্যদিকে ফসকে যাচ্ছে লীগ শিরোপাও। সৌদি প্রো লীগের দলগুলো প্রত্যেকে খেলবে ৩৪টি করে ম্যাচ, অর্থাৎ বাকি ৪টি করে ম্যাচ। রোনালদোদের শিরোপা জিততে হলে সবকটি ম্যাচেই জয় ছাড়া বিকল্প নেই। তবে ইত্তিহাদকে হারতে হবে বাকি ম্যাচগুলোতে। তখন চলে আসবে গোল ব্যবধানের হিসেব। ইত্তিহাদ আর এক ম্যাচ জিতলেই আর সুযোগ থাকবে না নাসরের। তবে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, পয়েন্ট টেবিলের সেরা চারে থাকা দলগুলোর মধ্যে একে অপরের বিপক্ষে আর কোনো ম্যাচ নেই।