খেলা
৬১ বছরের পুরনো ‘লজ্জা’ পেলো ম্যানইউ, বিরক্ত কোচ টেন হাগ
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১০ ডিসেম্বর ২০২৩, রবিবার, ১:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৯ অপরাহ্ন

সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। উয়েফা চ্যাম্পিয়নস লীগের গ্রুপপর্ব থেকে বিদায়ের অপেক্ষায় থাকা রেড ডেভিলরা ধুঁকছে প্রিমিয়ার লীগেও। অধারাবাহিক পারফরম্যান্সে শনিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে এ.এফ.সি বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হারে এরিক টেন হাগের দল। ঘরের মাঠে লজ্জাজনক এই হারে পুরনো একটি স্মৃতি ফিরিয়েছে ম্যানইউ। এতে ম্যাচ শেষে হতাশা এবং বিরক্তি প্রকাশ করেন ইউনাইটেডের ডাচ্ কোচ এরিক টেন হাগ।
ম্যাচের ৫ম মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানইউ। বোর্নমাউথকে লিড এনে দেয়া গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড ডমিনিক সোলাঙ্কে। ৬৮তম মিনিচে ডাচ্ মিডফিল্ডার ফিলিপ বিলিংয়ের গোলে ব্যবধান বাড়ায় বোর্নমাউথ। আর ৭৩তম মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনেসির গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে সফরকারীরা।
২০২৩-২৪ মৌসুমে বিভিন্ন প্রতিযোগিতার পাঁচটি হোম ম্যাচে ন্যূনতম ৩টি গোল করে হজম করলো ম্যানচেস্টার ইউনাইটেড। ৬১ বছর আগে এই অভিজ্ঞতা হয়েছিল রেড ডেভিলদের। ১৯৬২-৬৩ মৌসুমে ছয় ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে ন্যূনতম তিনটি করে গোল হজম করেছিল ‘ম্যান ইন রেড’রা।
ম্যানইউর লজ্জার রেকর্ড গড়ার রাতে কীর্তি হয়েছে বোর্নমাউথেরও। রেড ডেভিলদের বিপক্ষে এই প্রথম কোনো অ্যাওয়ে ম্যাচ জেতার নজির গড়লো দলটি। ওল্ড ট্রাফোর্ডে এর আগের ১০ সফরে ৯ ম্যাচই হেরেছে বোর্নমাউথ। একটি ড্র।
ঘরের মাঠে বড় হারে হতাশ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘স্কোয়াড হিসেবে, আমরা মোটেও ধারবাাহিক নই। নিশ্চিতভাবে আমি বিরক্ত এবং হতাশ। ভিন্ন কিছু প্রত্যাশা করেছিলাম আমি।’
ম্যাচের শুরুতেই গোল হজম নিয়ে টেন হাগ বলেন, ‘যেভাবে ম্যাচের শুরুটা করলাম আমরা, মোটেও ভালো ছিল না। খুবই বাজে। দল হিসেবে আমাদের উন্নতি করতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে। পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে আমাদের।’
এই হারে পয়েন্ট টেবিলের পাঁচে উঠার সুযোগ হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। ১৬ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে ছয়ে ম্যানইউ। পাঁচে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্টও ২৭। তবে গোল পার্থক্যে এগিয়ে স্পাররা। ১৯ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ এ.এফ.সি বোর্নমাউথ। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৭।