ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

স্বপ্ন পূরণে ভারতে বসুন্ধরা কিংস

স্পোর্টস রিপোর্টার
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার
mzamin

ক্লাব ফুটবলের আন্তর্জাতিক আসরে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বসুন্ধরা কিংস। আর মাত্র ১ পয়েন্ট পেলেই প্রথমবারের মতো এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) কাপের গ্রুপপর্ব টপকে ইন্টার জোনাল সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশের ক্লাবটি। গতকাল সকালে সেই স্বপ্নপূরণের মিশনে ভারত গেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা। এএফসি কাপে এর আগে ইন্টার জোনাল সেমিফাইনালে খেলেছে আবাহনী। ২০১৯ সালে উত্তর কোরিয়ায় এপ্রিল টোয়েন্টি ফাইভ দলের বিপক্ষে হোম ম্যাচে ৪-৩ গোলে জিতলেও ২-০ গোলে হেরে যায় অ্যাওয়ে ম্যাচে। গ্রুপসেরার লড়াইয়ে সোমবার বাংলাদেশ সময় রাত ৮ টায় ভুবনেশ্বরে স্বাগতিক ওড়িশার মুখোমুখি হবে কিংস। 
ঢাকায় কিংস জিতেছিল ৩-২ গোলে। এই ম্যাচ ওড়িশা জিতলে তারাই যাবে নকআউটে।  সর্বশেষ ৬ ম্যাচে ৫ জয়, ১ ড্র ওড়িশার। এই ম্যাচকে ক্লাবের ইতিহাসেরই সবচেয়ে বড় ম্যাচ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে উল্লেখ করেছে ভারতের ক্লাবটি। ২০১৪ সালে ইন্ডিয়ান সুপার লীগ শুরুর সময় প্রতিষ্ঠিত ক্লাবটি এই প্রথম খেলছে এএফসি কাপে। সেখানে তারা কিংসের বিপক্ষে এমন একটা ম্যাচের সামনে দাঁড়িয়ে, যে ম্যাচ জিততে পারলে প্রথমবারের মতো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসরের ইন্টার জোনাল সেমিফাইনালে উঠে যাবে তারা। সেই একই হাতছানি কিংসের সামনেও। তবে পার্থক্য হলো কিংস এর আগেও অনেকটা এমন সমীকরণের সামনে দাঁড়িয়েছে। নির্দিষ্ট করে বললে দুইবার। সেই দুইবারই বাধার পাঁচিল তুলে দিয়েছিল ভারতরে অপর দল মোহনবাগান। করোনাকালে কেন্দ্রীয় ভেন্যু ছেড়ে এ বছর এএফসি কাপ হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে ফিরতেই ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে এর মধ্যেই মোহনবাগান বাধা পেরিয়ে গেছে অস্কার ব্রুজনের দল। দুই বারের সাক্ষাতে একটিতে ড্র একটিতে জয় পেয়েছে কিংস। সোমবার ওড়িশার সঙ্গে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইন্টারজোনাল সেমিফাইনালে খেলবে তারা। এবারের সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চায় না কিংস। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ম্যাচ পরিকল্পনা নিয়েও খুব সতর্ক ব্রুজন। ওড়িশার উদ্দেশে দেশ ছাড়ার আগের দিনও কিংস অ্যারেনায় রুদ্ধদ্বার অনুশীলন করিয়েছেন তিনি। সংবাদমাধ্যমেরও মুখোমুখি হতে চাননি, বাড়তি চাপ এড়াতেই হয়তো এমন সিদ্ধান্ত। দলের সেরা খেলোয়াড় রবসন রোবিনহো মালদ্বীপের দল মাজিয়ার বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারেননি চোটের কারণে। তবে যতটুকু জানা গেছে, চোট কাটিয়ে দলের সঙ্গেই অনুশীলন করেছেন ব্রাজিলিয়ান তারকা। ওড়িশায় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তার নামার সম্ভাবনাও রয়েছে। তবে কিংসও আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। কোনো কিছুই এবার তাদের সামনে বাধা হতে পারছে না। কয়েকজন ফুটবলারকে নিষিদ্ধ করেও তারা একের পর এক ম্যাচ জিতে এখন শুধু একটি ড্রয়ের অপেক্ষায়। তা ছাড়া অপর দুই ব্রাজিলিয়ান ডোরিয়েল্টন গোমেজ ও মিগেল ফিগেইরাও আছেন দারুণ ছন্দে। ওড়িশার মাঠে তারাই ব্রুজনের বাজি। মদ-কাণ্ডের শাস্তি থেকে মুক্তির পথে থাকা গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও ডিফেন্ডার তপু বর্মণকেও দলের সঙ্গে নিয়ে গেছেন কোচ। তবে তাদের খেলানো হবে না বলে জানানো হয়েছে।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status