ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

অলিম্পিকে খেলতে পারবে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা, তবে...

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার
mzamin

২০২৪ সালে ফ্রান্সের প্যারিসে বসবে অলিম্পিক গেমস। নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে এই মহাযজ্ঞে অংশগ্রহণের অনুমতি পেলো রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের নিষিদ্ধ করা হয়েছিল।
নিরপেক্ষ অ্যাথলেট বলতে বোঝানো হয়েছে, প্যারিস অলিম্পিকসে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারবে না রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদরা। নিজ দেশের পতাকা, প্রতীক বা জাতীয় সঙ্গীত ছাড়া অলিম্পিকে খেলতে হবে তাদের।  দলীয় ইভেন্টের বাইরের প্রতিযোগিতায় এই অ্যাথলেটরা অংশ নিতে পারবেন। ইউক্রেনে চলমান যুদ্ধে সমর্থন দিতে পারবেন না তারা। 

গত সপ্তাহে রাশিয়ান ও বেলারুশিয়ান অ্যাথলেটদের নিরপেক্ষ হিসেবে অংশগ্রহণের অনুমতি দেয়ার জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকে (আইওসি) অনুরোধ করেছিল অলিম্পিক ক্রীড়া ফেডারেশনগুলো। এরপরই নমনীয়তা দেখায় আইওসি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, রাশিয়ার ৮ জন এবং বেলারুশের ৩ জন অ্যাথলেট এখন পর্যন্ত নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে প্যারিস অলিম্পিকে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেছেন। আইওসির বিবৃতিতে বলা হয়, ‘যেসব নিরপেক্ষ অ্যাথলেট আন্তর্জাতিক ফেডারেশনগুলোর (আইএফএস) বর্তমান বাছাইপ্রক্রিয়ার মধ্য দিয়ে যোগ্যতা অর্জন করেছেন, তাদের ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য যোগ্য ঘোষণা করা হবে। তবে সেজন্য অ্যাথলেটদের কিছু কঠিন শর্ত পূরণ করতে হবে।’ আইওসি জানিয়েছে, রাশিয়া ও বেলারুশের পাসপোর্টধারী অ্যাথলেটদের দল হিসেবে কেউ প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন না। 

এছাড়া সক্রিয়ভাবে যুদ্ধকে সমর্থন দেয়া অ্যাথলেটরা অলিম্পিকে অংশ নিতে পারবেন না এবং রাশিয়া ও বেলারুশের সামরিক বাহিনী কিংবা জাতীয় নিরাপত্তা এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ অ্যাথলেটরা প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন না।

বিবৃতিতে বলা হয়, ‘২০২৪ প্যারিস অলিম্পিকের কোনো অফিসিয়াল অনুষ্ঠান কিংবা ভেন্যুতে রাশিয়া ও বেলারুশের পরিচয়যুক্ত জাতীয় সঙ্গীত, পতাকা প্রদর্শন করা হবে না। এছাড়া রাশিয়া ও বেলারুশ সরকারের কোনো অফিসিয়ালকেও ২০২৪ প্যারিস অলিম্পিকে আমন্ত্রণ জানানো হবে না।’
ইউক্রনে রাশিয়ার আগ্রাসন শুরু হলে দেশটিকে বয়কট শুরু করে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোও। নিষিদ্ধ করা হয়েছিল ফিফা, উয়েফা থেকেও। ২০২২ বেইজিং প্যারাঅলিম্পিকেও খেলতে পারেনি রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা।

 

পাঠকের মতামত

সন্ত্রাসী ইসরাইলের ক্রীড়াবিদদের কি হবে?

আমিন
৯ ডিসেম্বর ২০২৩, শনিবার, ১১:১১ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status