খেলা
গর্বের ‘২০০’ ছুঁয়ে লিভারপুলকে নাটকীয় জয় এনে দিলেন সালাহ
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার, ৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৬ অপরাহ্ন

প্রতিপক্ষের মাঠে আদতে হারের শঙ্কায়ই ছিল লিভারপুল। তবে অলরেডদের ত্রাতা মোহাম্মদ সালাহ। একটি করে গোল অ্যাসিস্টে লিভারপুলকে পূর্ণ পয়েন্টই এনে দিলেন এ মিশরীয় ফরোয়ার্ড। আর গর্বে ল্যান্ডমার্ক ছুঁয়ে নিজে উঠলেন অন্য উচ্চতায়। শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে জয় পায় লিভারপুল।
লন্ডনে প্যালেসের মাঠে আগে গোল হজম করা লিভারপুল জয় পায় শেষের নাটকীয়তায়। নিজ মাঠে ম্যাচের ৫৭তম মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। ৭৬ মিনিট গোল করে লিভারপুলকে সমতায় ফেরান সালাহ। আর ম্যাচের যোগ করা সময়ে সালাহর অ্যাসিস্টে অলরেডদের জয়সূচক গোল এনে দেন ইলিয়ট। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে পড়লো লিভারপুল। এক ম্যাচ কম খেলা আর্সেনালের সংগ্রহ ৩৬ পয়েন্ট।
লিভারপুলের জার্সি গায়ে ২০০ গোল পূণ হলো মোহাম্মদ সালাহর। অলরেড ক্লাবটির হয়ে ২০০ গোলের কৃতিত্ব দেখানো মাত্র পঞ্চম ফুটবলার তিনি। লিভারপুলের জার্সি গায়ে ২০০ গোল রয়েছে লিজেন্ডারি ফুটবলার ইয়ান রাশ, রজার হান্ট, গর্ডন হজসন ও বিলি লিডেলের।