ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

রোনালদোর ‘১২০০তম’ ম্যাচে আল নাসরের বড় জয়

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার, ১:৪৩ অপরাহ্ন

mzamin

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় পুরনো প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো। বর্ণিল ক্যারিয়ারে বহু রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন পর্তুগিজ সুপারস্টার। নামের পাশে রয়েছে বহু কীর্তি। শুক্রবার রাতে আরেকটি মাইলস্টোন স্পর্শ করলেন সিআরসেভেন। শুক্রবার রাতে সৌদি প্রো লীগের ম্যাচে খেলতে নেমে ১২০০ পেশাদার ম্যাচ খেলার কীর্তি অর্জন করেন রন। ক্রিস্টিয়ানোর মাইলফলক স্পর্শের ম্যাচে আল আউয়াল পার্ক স্টেডিয়ামে আল রিয়াদ এফসিকে ৪-১ গোলে হারায় আল নাসর এফসি। 

২০০২ সালের ১৪ই আগস্ট, পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক ক্রিস্টিয়ানো রোনালদোর। প্রায় ২২ বছরের ফুটবল ক্যারিয়ারে পাঁচটি ক্লাবের- স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং আল নাসরের হয়ে ১২০০টি পেশাদার ম্যাচ খেলার অভিজ্ঞতা হলো ক্রিস্টিয়ানোর। পেশাদার ফুটবলে সর্বোচ্চ ১৩৮৭টি ম্যাচ খেলেন ইংলিশ কিংবদন্তি গোলকিপার পিটার শিলটন। অর্থাৎ, চূড়ায় উঠতে এখনো ১৮৭টি পেশাদার ম্যাচ খেলতে হবে রোনালদোকে। ৩০ বছরের ফুটবল ক্যারিয়ারে ১১টি ক্লাবের হয়ে রেকর্ড সংখ্যক ম্যাচ খেলেছিলেন শিলটন।

রেকর্ডগড়া ম্যাচে আল নাসরকে লিড এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদোই। ৩১তম মিনিটে পর্তুগাল অধিনায়কের গোলের পর ৪৫+৩তম মিনিটে ব্যবধান বাড়ান আল নাসরের আরেক পর্তুগিজ ওটাভিও। ৬৭তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আল নাসরের ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিস্কা। এক মিনিট পর একটি গোল শোধ করে আল রিয়াদ। আর ৯০+৪তম মিনিটে তালিস্কার দ্বিতীয় গোলে ৪-১ গোলের জয় নিশ্চিত করে আল নাসর।

রোনালদোকে শুভেচ্ছা জানিয়ে সৌদি প্রো লীগের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ১২০০তম পেশাদার ম্যাচ খেললেন।’

নতুন কীর্তি গড়ে উচ্ছ্বসিত রোনালদো। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেন, ‘আরো তিনটি পয়েন্ট পেলাম আমরা। আমার সকল সতীর্থদের ধন্যবাদ জানাই, যারা আমাকে ১২০০তম ম্যাচ খেলতে সাহায্য করেছে।’

১৬ ম্যাচে ১২ জয় ও ১ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লীগ টেবিলের দুইয়ে আল নাসর এফসি। রোনালদো লিখেন, ‘আমাদের কাজ এখনো শেষ হয়ে যায়নি।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status