ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

চাকরি প্রার্থী অপহরণে ছাত্রলীগের ৬ জনের নামে মামলা, আলামত ঢাকতে সিসিটিভি’র হার্ডডিস্ক ছিনতাই

যবিপ্রবি প্রতিনিধি
৯ ডিসেম্বর ২০২৩, শনিবার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) লিফট অপারেটর নিয়োগ পরীক্ষা দিতে এসে ১৭ জন অপহরণের ঘটনায় ৬ জনকে আসামি ও আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা করে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল এ মামলা দায়ের করেন চাকরি প্রার্থী মো. আরাফাত হোসেন ইমন। এতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ শাখা ছাত্রলীগের আহ্বায়ক বেলাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এদিকে অপহরণের আলামত ঢাকতে সংশ্লিষ্ট শহীদ মসিয়ূর রহমান হলের সিসি টিভি ফুটেজের হার্ডডিস্ক ছিনিয়ে নেয়ারও অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। এ ছাড়া অপহৃতরা হলে থাকলেও তাদের খুঁজে না পাওয়া ও একইসঙ্গে সিসি টিভি ফুটেজের হার্ডডিস্ক ছিনতাই হওয়ার সঙ্গে সংশ্লিষ্ট হলটির প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন কেউ কেউ।
সিসি টিভি ফুটেজ ছিনতাইয়ের বিষয়ে যবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, অপহৃতরা মুক্তি পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শ.ম.র হলের সিসিটিভি’র হার্ডডিস্ক ছিনতাই করে নিয়ে গেছে অপহরণকারীরা। শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে তিনি দাবি করেন। তবে যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এ ঘটনার সময় আমি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী ও প্রভোস্ট স্যার দাঁড়িয়ে কথা বলছিলাম। এরমধ্যে কেউ একজন এসে কিছু একটা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। হল অফিসের কর্মচারীরা তাকে ধরতে পারেনি। এরসঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এদিকে মামলার বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, যবিপ্রবিতে চাকরি প্রার্থীদের অপহরণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তার করতে ঘটনার দিন রাতেই অভিযান পরিচালনা করা হয়। কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারিনি। আসামিদের ধরতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
দুপুর ১২টায় তল্লাশি চালিয়ে শ.ম.র হল প্রভোস্ট হল থেকে অপহৃতদের উদ্ধার করতে না পারা অথচ বিকাল সাড়ে ৩টায় ওই হল থেকেই অপহৃতদের মুক্তি, সিসি টিভি’র ফুটেজ ছিনিয়ে নেয়ার বিষয়টি সচেতন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। এ ছাড়াও অপহরণকারীদের সঙ্গে শ.ম.র হলের প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদের যোগসাজোশ থাকতে পারে বলে অনেকেই মন্তব্য করেছেন। ছাত্র ইউনিয়ন যবিপ্রবি সংসদের আহ্বায়ক রাশেদ খান বলেন, হল কেন্দ্রিক ফৌজদারি অপরাধ প্রতিনিয়ত বাড়ছে; এই বছরেই শ.ম.র. হলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আটকে রেখে চাঁদাবাজি ও নির্যাতনের ঘটনা ঘটেছে; ল্যাপটপ, মোবাইল এমনকি লক্ষাধিক টাকা মূল্যের সোলার প্যানেলের ব্যাটারি চুরির মতো ঘটনার সাক্ষী হয়েছি আমরা। সর্বশেষ এই ১৭ জন চাকরিপ্রত্যাশীকে আটকে রেখে পরীক্ষা দিতে না দেয়ার অভিযোগ এবং হার্ডডিস্ক চুরির মতো ঘটনা; যা বিশ্ববিদ্যালয় হলের নিরাপত্তা ইস্যুকে হুমকির মুখে ফেলেছে! সিসিটিভি ফুটেজের হার্ডডিস্ক চুরির ঘটনার দায় অবশ্যই প্রোভোস্ট বডি’র ওপর বর্তায় এবং উক্ত অপহরণের ঘটনার সঙ্গে সিসিটিভি ফুটেজের হার্ডডিস্ক চুরি একই সূত্রে গাঁথা! তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ব্যাপারটা নিয়ে গভীরভাবে তদন্ত করা। যবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মেহেদী হাসান বলেন, যদি একজন দু’জন পরীক্ষার্থী হতো তাহলে আলাদা বিষয় সেখানে একটি ছোট হলে ১৭ জন পরীক্ষার্থী ছিল, হল প্রভোস্ট তাদের খুঁজে পাবেন না এটি হতেই পারে না। হার্ডডিস্ক ছিনতাইয়ের বিষয়ে তিনি বলেন, অফিস টাইমে কেউ এতজন কর্মকর্তা-কর্মচারীদের সামনে হল প্রভোস্টের রুমে ঢুকে হার্ডডিস্ক চুরি করলো কেউ কিছু জানলো না এটি খুবই হাস্যকর। শুধু এই ঘটনা নয় হলের অগণিত অপকর্মের ঘটনার সিসিটিভি ফুটেজ হল প্রভোস্ট দেননি।
বর্তমান হল প্রভোস্ট শ.ম.র হলকে একটি ক্যান্টনমেন্টে পরিণত করেছেন, যা ইচ্ছে করছেন, ওপেন দুর্নীতি করছেন, কথায় কথায় নিজেকে বড় মাস্তান বড় ছাত্রলীগার পরিচয় দিয়ে শিক্ষার্থীদের হুমকি-ধমকি দেয়াসহ খারাপ আচরণ করছেন, উনার অসংখ্য অপকর্মের অগণিত প্রমাণ রয়েছে। সুতরাং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি মাননীয় ভিসি মহোদয়কে অনুরোধ জানাবো এমন দুর্নীতিবাজ হল প্রভোস্টকে দ্রুত হল থেকে প্রত্যাহার করে শ.ম.র হলকে কলঙ্ক মুক্ত করা হোক।
এ বিষয়ে জানতে প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদের কাছে মুঠোফোনে কল দিয়েও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status