খেলা
অনূর্ধ্ব-১৯ থেকে ট্রেনার স্টোনিয়ারের বিদায়
স্পোর্টস রিপোর্টার
২২ জুন ২০২২, বুধবার
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে চমক দেখিয়েছিল আকবর আলীর দল। প্রথমবারের মতো বাংলাদেশের তরুণদের হাত ধরে আসে আইসিসির কোনো শিরোপা। সেই দলের অন্যতম আকর্ষণ ছিলেন ট্রেনার রিচার্ড স্টোনিয়ার। দারুণ এই সাফল্যে মেয়াদও বাড়ানো হয়েছিল তার। তবে পরের বিশ্বকাপে দল ব্যর্থ হয়। এবার অবশ্য নতুন অনূর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগ। ঈদের পর মধ্য জুলাই থেকে যুব দলের ক্যাম্পে থাকবে একেবারেই নতুন কোচিং স্টাফ। যেখানে থাকছেন না স্টোনিয়ার। বিসিবি তার চুক্তি নবায়ন করেনি। বিষয়টি নিশ্চিত করেছেন অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার।
বিজ্ঞাপন