ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

অনূর্ধ্ব-১৯ থেকে ট্রেনার স্টোনিয়ারের বিদায়

স্পোর্টস রিপোর্টার
২২ জুন ২০২২, বুধবার
mzamin

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে চমক দেখিয়েছিল আকবর আলীর দল। প্রথমবারের মতো বাংলাদেশের তরুণদের হাত ধরে আসে আইসিসির কোনো শিরোপা। সেই দলের অন্যতম আকর্ষণ ছিলেন ট্রেনার রিচার্ড স্টোনিয়ার। দারুণ এই সাফল্যে মেয়াদও বাড়ানো হয়েছিল তার। তবে পরের বিশ্বকাপে দল ব্যর্থ হয়। এবার অবশ্য নতুন অনূর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগ। ঈদের পর মধ্য জুলাই থেকে যুব দলের ক্যাম্পে থাকবে একেবারেই নতুন কোচিং স্টাফ। যেখানে থাকছেন না স্টোনিয়ার। বিসিবি তার চুক্তি নবায়ন করেনি। বিষয়টি নিশ্চিত করেছেন অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘বিষয়টি সত্যি। বিসিবি তার চুক্তি আর নবায়ন করেনি। আমরা এবার নতুন কাউকেই ট্রেনার হিসেবে নিয়োগ দেবো। ১৫ই জুলাইয়ের দিকে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। সেখানে একদম নতুন কোচিং স্টাফ নিয়ে কাজ করবো। স্টোনিয়ার দারুণ কাজ করেছেন তার মেয়াদে। এবার আমরা নতুন কাউকে ভাবছি।’  ইতোমধ্যে যুব দলের সাবেক প্রধান কোচ নাভিদ নেওয়াজ শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেছেন। তার পরিবর্তেও নতুন কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। প্রধান কোচ হিসেবে স্টুয়ার্ট ল’, ব্যাটিং কোচ ওয়াসিম জাফরকে নিয়োগ দিয়েছে বিসিবি। বাকি স্টাফদেরও নিয়োগ দেয়া হচ্ছে। বাংলাদেশে কাটানো সময় দারুণ উপভোগ করেছেন স্টোনিয়ার। ক্রিকেটারদের উজ্জীবিত করার পাশাপাশি শিখেছিলেন বাংলা ভাষাও! তার চলে যাওয়া কোনো প্রভাব পড়বে না বলেই মনে করেন ম্যানেজার কায়সার। তিনি বলেন, ‘তার চলে যাওয়াতে তেমন কোনো প্রভাব পড়বে না ক্রিকেটারদের ওপর। যেহেতু অনূর্ধ্ব-১৯ দলে প্রতি বছরই নতুন নতুন ক্রিকেটার আসে সেখানে তার প্রভাব থাকার কথা নয়। এটাই বলবো তিনি তার মেয়াদে দারুণ কাজ করেছেন। এবার বিসিবি নতুন কাউকেই ভাবছে।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status