খেলা
যেভাবে আউট হলেন মুশফিক
স্পোর্টস রিপোর্টার
(১ বছর আগে) ৬ ডিসেম্বর ২০২৩, বুধবার, ১:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৫ অপরাহ্ন

ক্রিকেটে কতসব অদ্ভুত আউটের নজির আছে। কয়েকদিন আগে এবারের বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। এবার আরেকটি প্রথমের অংশ হলেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশী ব্যাটার হিসেবে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন তিনি।
ঘটনা বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার চলমান টেস্টের প্রথম দিনে ৪০ ওভারের ঘটনা। ওই ওভারের চতুর্থ বলে কিউই পেসার কাইল জেমিসনের করা বলটি ব্যাকফুটে খেলেন মুশফিক। বল ব্যাটে লেগে মাটিতে পড়ার পর বাউন্স করে পিছনের দিকে যাচ্ছিল, এরপর সেটা ডান হাত দিয়ে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দেন মুশফিক। সঙ্গে জেমিসনসহ নিউজিল্যান্ডের বাকি খেলোয়াড়রা আউটের আবেদন করেন।
ভিডিও রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার মুশফিককে আউট ঘোষণা করেন। মুশফিকের আগে আন্তর্জাতিক ক্রিকেটে আরও ১১জন এই আউট হয়েছেন। ১৯৫১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভাল টেস্টে প্রথম ক্রিকেটার হিসেবে এভাবে আউট হন ইংলিশ ক্রিকেটার লেন হাটন।