খেলা
এইচপি’র বিদেশ সফরে আসছে পরিবর্তন
স্পোর্টস রিপোর্টার
২২ জুন ২০২২, বুধবারসিলেটের বন্যায় সেখানে চলতে থাকা হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প বন্ধ হয়ে যায়। ক্রিকেটারদের ঢাকায় ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুশীলন ক্যাম্প বন্ধ হতে দেয়নি বিসিবি। রোববার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এইচপির কার্যক্রম চলছে। গতকাল ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে আর তাদের মানসিকভাবে চাঙ্গা করতে মাঠে হাজির হন এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়। তিনি জানান, পূর্ব নির্ধারিত হাইপারফম্যান্স দলের শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড সফর হচ্ছে না। তবে নতুন করে অন্যদেশের সঙ্গে সিরিজের পরিকল্পনা নিচ্ছেন তারা। দুর্জয় বলেন, ‘সিরিজগুলো নিয়ে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। আগেও বলেছি, শ্রীলঙ্কা স্ট্রাগল করছে, ওরা সময় চাচ্ছে। আয়ারল্যান্ডের মাঠের কিছু সমস্যা আছে। ওদের সিনিয়র টিমের কিছু ইন্টারন্যাশনাল কমিটমেন্ট ছিল। এজন্য দুটো ট্যুরই পিছিয়ে গিয়েছে। আমরা সেই স্লটে অন্য দেশের সঙ্গে যোগাযোগ করছি। দুই-একটা দেশের সঙ্গে ভালো অগ্রগতি আছে। কিন্তু ওরা এখনও সময় দিতে পারেনি। টাইমটা যদি আমাদের সঙ্গে মিলে যায়, আমরা সফর করবো। সফরের চেষ্টা এখনও আছে।’ এছাড়াও এইচপির ক্যাম্প ঈদের পরও চলবে বলে নিশ্চিত করেন দুর্জয়। তিনি বলেন, ‘এমনি জাস্ট খেলোয়াড়দের সঙ্গে দেখা করা কথা বলা, কোনো সমস্যা আছে কি না, একই সঙ্গে কিছু মোটিভেশন। ওদেরকে গাইড তো আমাকে করতেই হয়। চেয়ারম্যান বা বোর্ড ডিরেক্টর নয়, ওদের আগে যেহেতু আমরা খেলেছি... আকরাম ভাই, আমি, সুমন আমাদের এক্সপ্রেরিয়েন্স কিছুটা শেয়ার করলাম। ঈদের পর আবার যতটা সম্ভব আমরা কন্টিনিউ করবো। এর ভেতরে রাজশাহীতে চার দিনের প্র্যাকটিস ম্যাচ খেলবো, টাইগার্সের সঙ্গে আমাদের খেলা আছে। ‘এ’ টিম ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে যাবে। তাদের প্রিপারেশনের জন্য এবং আমাদেরও ম্যাচ খেলার একটা সুযোগ। আমরা ‘এ’ টিমের সঙ্গেও ম্যাচ খেলবো।’