অনলাইন
সাংবাদিকদের শাহজাহান ওমর
কে বললো আমি আইন ভেঙেছি?
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৩ অপরাহ্ন

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমর। এর আগে আজ মঙ্গলবার বেলা আড়ায়টার দিকে তিনি নির্বাচন কমিশন ভবনে আসেন। ১৫ মিনিট অপেক্ষা করার পর তিনি সিইসির কক্ষে যান। তবে হঠাৎ নির্বাচন কমিশনে আসার কারণ জানাননি শাহজাহান ওমর। নির্বাচন ভবনে আসার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলবো। আমি কেন এসেছি এই বিষয়ে আপনাদের জবাবদিহিতা করতে হবে? আমি এমননিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি। কয়েকজন সাংবাদিক ফটো তুলতে চাইলেও রেগে যান তিনি। ছবি তোলা ও প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শাহজাহান ওমর। এমনকি সাংবাদিকদের ক্যামেরায় থাবাও মারতে যান। আসার কারণ সম্পর্কে তিনি বলেন, পেপারে দেখে নিয়েন।
আপনি আইন ভঙ্গ করেছেন কি না? এই প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আপনি আইন জানেন? কে বললো আমি আইন ভেঙেছি।
ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। এবার আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে শোকজ করেছে।
গত সোমবার সন্ধ্যায় ঝালকাঠি-১ আসনে নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুন্ডু এই আদেশ দেন। ইসি জানায়, আপনি (শাহজাহান ওমর) নির্বাচনী এলাকায় সমাবেশে যোগদান করেন এবং বক্তব্য দেন। এ সময় আপনার পাশে বন্দুক হাতে একজনকে বসে থাকতে দেখা যায়। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচারণ বিধিমালা ২০০৮ এর অধীনে ৬ (ক) (গ) ও বিধি ১২ লঙ্ঘনের শামিল। তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না, সে মর্মে আগামী বুধবারের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
এই সংক্রান্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আগাম সাক্ষাৎ করতে ইসিতে আসেন বলে জানা গেছে।
পাঠকের মতামত
Oil your own machine.
শাহজাহান ওমরকে কল্যাণ পার্টির চেয়ারম্যান ইব্রাহীমের মত বুড়া বয়সে ভীমরতি রোগে ধরেছে। উকিল আব্দুস সাত্তারের মত করুন পরিণতি এদের জন্য অপেক্ষা করছে।
হৈ হৈ রই রই মহা সমারোহে চলিতেছে শাজাহান ওমরের চোখ রাঙ্গানো সার্কাস ।
This short of facts, news and history will help readers to get knowledge about laws.
মাথা আউলাইয়া গেছে। শোকজ করেছে অনুসন্ধ্বান কমিটি। সাংঘাতিক অবস্থা। বড়ই পিউর নির্বাচন হবি দেখছি।
গুন্ডাতন্ত্রে যারা যায় তাদের কাছ থেকে ভদ্রতা দূরে সরে যায়।
mentally disturbed.......
চলিতেছে সার্কাস!
শাহজাহান ওমর- রা আগামী দিনের আওয়ামী লীগের মা-বাপ,ওঁরা আইন তৈরি করবে,আইন ভাঙার প্রশ্নই আসেনা।