অনলাইন
নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা: ইসি আলমগীর
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৬ অপরাহ্ন

নির্বাচন নিয়ে তাদের কোনো চাপ নেই বরং নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট।
মঙ্গলবার ময়মনসিংহ জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও থাকবে। নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না। ভোটারদের ভালো উপস্থিতি থাকবে।
পাঠকের মতামত
তোমাদের এত বড় বড় গলাবাজি যখন মিথ্যা প্রমাণিত হয় তখন তোমরা মানুষের সামনে মুখ দেখাও কি করে ? আমার মনে হয় লজ্জা শরম তোমাদের অভিধানে নাই। ১% অথবা ২% এর বেশি লোক ভোট দিতে আসবেনা।