খেলা
মেসি ছাড়া কাউকেই আইডল মানিনি: ইয়ামাল
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২:২৭ অপরাহ্ন

বার্সেলোনার যুবদল থেকে ফুটবল শুরু। সিনিয়র ক্যারিয়ারের সূচনাও ব্লাউগ্রানাদের নীল-মেরুন জার্সিতে। শৈশব-কৈশোর বার্সেলোনায় কাটায় ক্লাব লেজেন্ড লিওনেল মেসিকে খুব কাছ থেকে দেখেছেন লামিনে ইয়ামাল। মেসি আর কিছুদিন বার্সায় থিতু হলে হয়তো তার সঙ্গে ড্রেসিংরুমও শেয়ার করার সৌভাগ্যও হতো স্প্যানিশ তরুণের। সেই সুযোগ না হলেও ইয়ামাল জানালেন, লিওনেল মেসিকে ছাড়া কখনো অন্য কাউকে নিজের আইডল মানেননি তিনি। আর্জেন্টাইন সুপারস্টারের মতো বিশ্বজোড়া খ্যাতি পাওয়ার প্রত্যয়ও রয়েছে তার। প্রতিশ্রুতি দিয়েছেন, একদিন ব্যালন ডি’অর জিতবেন।
মাত্র ১৫ বছর বয়সেই বার্সেলোনার হয়ে অভিষেক হয় লামিনে ইয়ামালের। কিউলদের সর্বকনিষ্ঠ ফুটবলারের খেতাব পেয়ে যাওয়া এই ফুটবলার শুরু থেকেই স্প্যানিশ লা লিগায় ছড়াচ্ছেন আলো। নিখুঁত পাস, ড্রিবলিং, গোলমুখে শট- সবমিলিয়ে দর্শকদের নজর কেড়েছেন উইংয়ে খেলা এই স্প্যানিয়ার্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসির কাছ থেকে অনুপ্রেরণা পাওয়ার কথা জানান ইয়ামাল। বার্সেলোনাভিত্তিক গণমাধ্যম ‘বার্সা ব্লাউগ্রানা’য় প্রকাশিত সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসি আমার আদর্শ। সবসময়ই ছিলেন। আমি বার্সেলোনার হয়ে খেলছি, তিনিও খেলা চালিয়ে যাচ্ছেন। তার থেকে আমি অনুপ্রাণিত।’ ২০২১ সালে বার্সেলোনা ছাড়েন লিওনেল মেসি। আর ২০২৩ সালে ব্লাউগ্রানাদের হয়ে অভিষেক হয় ইয়ামালের।
ইয়ামাল বলেন, ‘মেসি ছাড়া কখনোই অন্য কাউকে নিজের আইডল মানিনি আমি। একবার তার সঙ্গে আমি একটা ছবি তুলেছিলাম। কেউই তখন চিনতো না আমায়। হয়তো, একদিন মেসির মতো সবাই আমায় চিনবে।’
বার্সেলোনার হয়ে অভিষেকের পর ২০২৩ গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতেছেন লামিনে ইয়ামাল। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। আন্তর্জাতিক পর্যায়ে পাওয়া প্রথম খেতাব আমার।’ এরপরই আইডল মেসির মতো ব্যালন ডি’অর জেতার প্রত্যাশা ব্যক্ত করেন ইয়ামাল। তিনি বলেন, ‘আমি আসল সেরার পুরস্কারটি জিততে চাই। যেটা সত্যিই সেরার খেতাব। এই (ব্যালন ডি’অর) কীভাবে জিততে হয়, আমি জানি। আমি দেখেছি কারা জিতেছে এটি, এমনকি মেসিও...। আমিও এই সম্মান অর্জন করতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই পুরস্কারটা আমিও জিতব একদিন।’ বার্সেলোনার হয়ে ১৫ ম্যাচে ১ গোল এবং ৩ অ্যাসিস্ট করা লামিনে ইয়ামাল আন্তর্জাতিক ফুটবলে স্পেনের হয়ে ৪ ম্যাচে ২ গোল করেছেন।