অনলাইন
ফের কমলো রপ্তানি আয়
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০২ পূর্বাহ্ন

চলতি বছরের নভেম্বর মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে পণ্য রপ্তানি হয়েছে ৪৭৮ কোটি ৪৮ লাখ ১০ হাজার ডলারের। ২০২২ সালের নভেম্বর মাসে পণ্য রপ্তানি হয় ৫০৯ কোটি ২৫ লাখ ৬০ হাজার ডলার। এই হিসাবে গত নভেম্বরে পণ্য রপ্তানি কমেছে ৬.০৫ শতাংশ। সেইসঙ্গে টানা দুই মাস কমলো পণ্য রপ্তানি।
সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইপিবির তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে পূরণ হয়নি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রাও। এ মাসে বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার। এই লক্ষ্যমাত্রা থেকে ৮ দশমিক ৯৪ শতাংশ কম রপ্তানি আয় হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাস শেষে (জুলাই-অক্টোবর) পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল সাড়ে ৩ শতাংশ। কিন্তু নভেম্বর মাসে রপ্তানি কমায় পাঁচ মাসের হিসাবে (জুলাই-নভেম্বর) প্রবৃদ্ধি মাত্র ১ দশমিক ৩০ শতাংশে দাঁড়িয়েছে।
পাঠকের মতামত
একজন মানুষ তখনই এই ধরনের খবর দেখে খুশি হয়, যখন তার দেশের সরকার কে সে ভয় পায়। একটা গণতান্ত্রিক দেশের সরকারের উচিৎ জনগন কে ভয় পাওয়া। এই খবর টা খুবই ভীতিকর দেশের জন্যে কিন্তু যারা ভোট দিতে পারে নাহ্ এবং তার প্রতিবাদও করতে পারে না তাদের জন্যে এটা অত্যন্ত ভালো খবর।
যখন আমদানী বন্দ হয়, তখন রপ্তানিও সীমিত হয়ে পড়ে! আমদানী-রপ্তানি হলো একটি দেশের হার্ট! বর্তমান অগণতান্ত্রিক ব্যবস্থা যদি অব্যাহত থাকে তবে, অচিরেই এই হার্ট ফেল হতে খুব বেশী সময় লাগবে না!
আমি পনেরো বছর ভোট দিতে পারি নাই আমি পনেরো বছর ভোট দিয়ে পারি নাই