খেলা
এবার সিঙ্গাপুরের জালে বাংলাদেশের ৮ গোল
স্পোর্টস রিপোর্টার
(১ বছর আগে) ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন
আগের ম্যাচে জয় এসেছিল ৩-০ গোলে। আর আজ প্রথমার্ধেই সিঙ্গাপুরের জালে ৩ গোল দেয় বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে আসে আরও ৫ গোল। সবমিলিয়ে আজ
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
১৭ সালের ফেব্রুয়ারিতে প্রথম সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ। জালান বেসার স্টেডিয়ামে সেই প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে এবার এ নিয়ে টানা দুই ম্যাচে হারালো সাইফুল বারী টিটুর ছাত্রীরা।
এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়। এর আগে ২০১০ সালের ১৫ই ডিসেম্বর ভুটানকে ৯-০ গোলে হারায় বাংলাদেশ নারী ফুটবল দল।