বাংলারজমিন
ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
৪ ডিসেম্বর ২০২৩, সোমবারব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছায়েদের বিরুদ্ধে ৯ জন সদস্য ভিজিএফ ও ভিজিডি’র বরাদ্দ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ দিয়েছেন। জেলা প্রশাসকের কাছে গত ২৭শে নভেম্বর এই অভিযোগ দেয়া হয়। এতে ২০২১-২২ অর্থ বছরের এক পার্সেন্টের টাকা, জেলা পরিষদ থেকে পাওয়া ৩ লাখ টাকা, টিআর-কাবিখার টাকা কাজ না করে আত্মসাৎ করার অভিযোগ করা হয় চেয়ারম্যানের বিরুদ্ধে। কৃষি প্রণোদনায় দেয়া সার এবং বীজ কৃষকের মাঝে বিতরণ না করে আত্মসাৎ, গ্যাস ফিল্ড থেকে প্রাপ্ত ট্যাক্সের ৪ লাখ ১০ হাজার টাকার মধ্যে ১ লাখ ১০ হাজার টাকা কাজ করে বাকি টাকা আত্মসাৎ এবং ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স বাবদ অতিরিক্ত টাকা আদায় করা ছাড়াও জন্মনিবন্ধন আবেদন, সংশোধন পরিবর্তন, পরিবর্ধনে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করা হয়। এ ব্যাপারে অভিযোগকারীদের একজন সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ড সদস্য নাসরিন আক্তার বলেন, চেয়ারম্যান বিভিন্ন প্রকল্প এবং কাজে তিনি স্বেচ্ছাচারিতা চালিয়েছেন। ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল হাই বলেন, লিখিত অভিযোগে যা লেখা হয়েছে, তা সামান্য মাত্র। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। সর্বশেষ বরাদ্দ পাওয়া টিউবওয়েলও লুট করে খেয়েছেন। অভিযোগের ব্যাপারে চেয়ারম্যান আবু ছায়েদ বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ইউপি সদস্যরা অহেতুক এমন করছেন। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) রুহুল আমিন বলেন, ইউপি চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানিয়ে একটি আবেদন দেয়া হয়। কিন্তু নিয়ম হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করার। উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে জেলা প্রশাসকের কাছে পাঠাবেন। চিঠি দিয়ে তাদের এটি জানিয়ে দেয়া হয়েছে।