খেলা
ইউরোর ‘ডেথ গ্রুপে’ স্পেন-ইতালি-ক্রোয়েশিয়া
স্পোর্টস ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৩, সোমবার২০২০ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ইতালি। শিরোপা ধরে রাখার লড়াইয়ে ২০২৪ আসরে ‘ডেথ গ্রুপে’ পড়েছে আজ্জুরিরা। ইতালির সঙ্গে একই গ্রুপে রয়েছে স্পেন এবং ক্রোয়েশিয়া।
২০২৪ সালের জুন-জুলাইয়ে জার্মানিতে মঞ্চস্থ হবে ইউরো চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর। তার আগে হামবুর্গে হয়ে গেলো ২৪ দলের টুর্নামেন্টটির ড্র। মৃত্যুকূপ ‘বি’ গ্রুপে ইতালি-স্পেন-ক্রোয়েশিয়ার সঙ্গে রয়েছে আলবেনিয়া। ২০২১ সালে (মূলত ২০২০ আসর) হওয়া ইউরোর গত আসরে সেমিফাইনালে দেখা হয় ইতালি ও স্পেনের। ম্যাচটিতে টাইব্রেকারে স্পেনকে কাঁদিয়ে ফাইনালে পৌঁছে ইতালি। আর ইংল্যান্ডকে হারিয়ে জিতে নেয় শিরোপা। সেই আসরেই শেষ ষোলোয় ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় স্পেন। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচটিতে ক্রোয়াটদের ৫-৩ গোলে হারিয়েছিল জার্মানির সমান রেকর্ড তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। এবার ইউরোর গ্রুপপর্বেই দলগুলোর দেখা হবে।
ইউরো চ্যাম্পিয়নশিপের ড্র তে ‘এ’ গ্রুপে জার্মানির সঙ্গে পড়েছে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। গত আসরেও একই গ্রুপে পড়েছিল জার্মানি ও হাঙ্গেরি। আসরের চমক হাঙ্গেরি গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানদের ২-২ গোলে রুখে দিয়েছিল। আর ২০২০ কোয়ার্টার ফাইনালে খেলেছিল সুইজারল্যান্ড।
ড্রতে ‘এফ’ গ্রুপে পড়েছে পর্তুগাল। এই গ্রুপে ক্রিস্টিয়ানো রোনালদোদের প্রতিপক্ষ তুরস্ক, চেক রিপাবলিক এবং প্লে-অফ-‘সি’ এর চ্যাম্পিয়নরা।
স্বাগতিক হিসেবে সরাসরি মূল পর্বে জায়গা পায় জার্মানি। বাছাই পেরিয়ে আসে ২০ দল। বাকি ৩ দল আসবে প্লে-অফ থেকে। আগামী বছরের মার্চে হবে ১২ দলের প্লে অফ।আলিয়াঞ্জ অ্যারেনায় আগামী ১৪ জুন আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। ১৪ই জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের।
ইউরো-২০২৪ গ্রুপসমূহ
এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া
সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড
ডি: প্লে-অফ ‘এ’ বিজয়ী, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স
ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে-অফ ‘বি’ বিজয়ী
এফ: তুরস্ক, প্লে-অফ ‘সি’ বিজয়ী, পর্তুগাল, চেক রিপাবলিক
প্লে-অফের গ্রুপসমূহ
এ: পোল্যান্ড, এস্তোনিয়া, ওয়েলস, ফিনল্যান্ড
বি: ইসরায়েল, বসনিয়া, ইউক্রেন, আইসল্যান্ড
সি: জর্জিয়া, গ্রিস, কাজাখস্তান, লুক্সেমবার্গ