ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

ইউরোর ‘ডেথ গ্রুপে’ স্পেন-ইতালি-ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৩, সোমবার
mzamin

২০২০ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ইতালি। শিরোপা ধরে রাখার লড়াইয়ে ২০২৪ আসরে ‘ডেথ গ্রুপে’ পড়েছে আজ্জুরিরা। ইতালির সঙ্গে একই গ্রুপে রয়েছে স্পেন এবং ক্রোয়েশিয়া।

২০২৪ সালের জুন-জুলাইয়ে জার্মানিতে মঞ্চস্থ হবে ইউরো চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর। তার আগে হামবুর্গে হয়ে গেলো ২৪ দলের টুর্নামেন্টটির ড্র। মৃত্যুকূপ ‘বি’ গ্রুপে ইতালি-স্পেন-ক্রোয়েশিয়ার সঙ্গে রয়েছে আলবেনিয়া। ২০২১ সালে (মূলত ২০২০ আসর) হওয়া ইউরোর গত আসরে সেমিফাইনালে দেখা হয় ইতালি ও স্পেনের। ম্যাচটিতে টাইব্রেকারে স্পেনকে কাঁদিয়ে ফাইনালে পৌঁছে ইতালি। আর ইংল্যান্ডকে হারিয়ে জিতে নেয় শিরোপা। সেই আসরেই শেষ ষোলোয় ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় স্পেন। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচটিতে ক্রোয়াটদের ৫-৩ গোলে হারিয়েছিল জার্মানির সমান রেকর্ড তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। এবার ইউরোর গ্রুপপর্বেই দলগুলোর দেখা হবে।

ইউরো চ্যাম্পিয়নশিপের ড্র তে ‘এ’ গ্রুপে জার্মানির সঙ্গে পড়েছে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। গত আসরেও একই গ্রুপে পড়েছিল জার্মানি ও হাঙ্গেরি। আসরের চমক হাঙ্গেরি গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানদের ২-২ গোলে রুখে দিয়েছিল। আর ২০২০ কোয়ার্টার ফাইনালে খেলেছিল সুইজারল্যান্ড।

ড্রতে ‘এফ’ গ্রুপে পড়েছে পর্তুগাল। এই গ্রুপে ক্রিস্টিয়ানো রোনালদোদের প্রতিপক্ষ তুরস্ক, চেক রিপাবলিক  এবং প্লে-অফ-‘সি’ এর চ্যাম্পিয়নরা। 
স্বাগতিক হিসেবে সরাসরি মূল পর্বে জায়গা পায় জার্মানি। বাছাই পেরিয়ে আসে ২০ দল। বাকি ৩ দল আসবে প্লে-অফ থেকে। আগামী বছরের মার্চে হবে ১২ দলের প্লে অফ।আলিয়াঞ্জ অ্যারেনায় আগামী ১৪ জুন আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। ১৪ই জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের।

ইউরো-২০২৪ গ্রুপসমূহ
এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া
সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড
ডি: প্লে-অফ ‘এ’ বিজয়ী, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স
ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে-অফ ‘বি’ বিজয়ী
এফ: তুরস্ক, প্লে-অফ ‘সি’ বিজয়ী, পর্তুগাল, চেক রিপাবলিক

প্লে-অফের গ্রুপসমূহ
এ: পোল্যান্ড, এস্তোনিয়া, ওয়েলস, ফিনল্যান্ড
বি: ইসরায়েল, বসনিয়া, ইউক্রেন, আইসল্যান্ড
সি: জর্জিয়া, গ্রিস, কাজাখস্তান, লুক্সেমবার্গ

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status