ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

‘বিদেশি কোচরা আমাদের বোকা বানাচ্ছেন’

স্পোর্টস ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৩, সোমবার
mzamin

অন্যতম ফেভারিট হিসেবে বিশ্বকাপ খেলতে গিয়েছিল পাকিস্তান। কিন্তু সেমিফাইনালেও উঠতে পারেনি তারা। আসর শেষে ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে পদত্যাগ করেন অধিনায়ক বাবর আজম ও পেস বোলিং কোচ মরনে মরকেল। কোচিং প্যানেলের বাকি সদস্যরা অবশ্য বহাল তবিয়তেই আছেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের মতে, বিদেশি কোচরা তাদের বোকা বানাচ্ছেন।

বিশ্বকাপে পাকিস্তানের টিম ডিরেক্টরের দায়িত্বে ছিলেন মিকি আর্থার। এই সাউথ আফ্রিকান বিশ্বকাপে দলের সঙ্গে যোগ দেন। এর আগে ভিডিও কলে দলকে পরামর্শ দেন তিনি। আকরামের মতে বিদেশি কোচরা শুধু সিরিজের সময় থাকে আর এতে দলে তাদের কোনো প্রভাব পড়ছে না। ভারতীয় সংবাদ মাধ্যম স্পোর্টসকিড়াকে আকরাম বলেন, ‘আমাদের বিদেশি কোচ সবসময় পাকিস্তানে থাকেন না। ওরা ট্যুরের সময় থাকেন। ওরা জাতীয় ক্রিকেট একাডেমির কোচদের সঙ্গে দেখা করার কষ্ট করেন না। তারা ম্যান ম্যানেজমেন্ট ও মনোস্তত্ত্বের দিকে নজর দেন না। 

ওনারা আমাদের বোকা বানাচ্ছেন।’ চলতি মাসেই অস্ট্রেলিয়া সফর করবে পাকিস্তান। ১৪ই ডিসেম্বর দুই দেশের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। বাবর পদত্যাগের পর টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শান মাসুদকে। অধিনায়ক হয়ে কেন্দ্রীয় চুক্তিতে প্রমোশন পেয়েছেন এই ক্রিকেটার। ‘ডি’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উঠিয়ে আনা হয়েছে তাকে। অনেকেই অস্ট্রেলিয়া সফরে ফল পক্ষে না এলে মাসুদকে বলির পাঠা বানানোর শঙ্কা প্রকাশ করছেন। তবে মাসুদ অবশ্য এটাকে সুযোগ হিসেবে দেখছেন।

তিনি বলেন, ‘প্রথমত আমি এটাকে সুযোগ হিসেবে দেখছি। যখন আপনি এটা কখনও করতে পারেননি (অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়) তখন আপনার সামনে এটা বদলানোর সুযোগ রয়েছে। আমরা এটাই করার চেষ্টা করবো।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status