খেলা
দক্ষিণ আফ্রিকায় ব্যাটে ঝলক মুর্শিদা-জ্যোতির
স্পোর্টস ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৩, সোমবার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। ব্যাট হাতে মুর্শিদা খাতুনের পঞ্চাশোর্ধ রানের ইনিংসের পর শেষদিকে ব্যাট হাতে দারুণ কার্যকরী ক্যামিও খেলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শামিমা সুলতানার ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। দুজনে মিলে গড়েন ৪৪ রানের জুটি। ৬.৫ ওভারে শামিমা ফিরলে ভাঙে তাদের জুটি। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ২৪ রান করেন শামিমা। ততক্ষণে অন্যদিকে ব্যাট হাতে জমে গেছেন মুর্শিদা।
তিন নম্বরে নামা সোবহানা মোস্তারি ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে আসে ১৬ বলে ১৭ রান। ১৩তম ওভারের শেষ বলে দ্বিতীয় উইকেট হারানোর পর অধিনায়ক জ্যোতিকে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন মুর্শিদা। দুজনে মিলে বাংলাদেশের রানের গতি বাড়িয়ে নেন দ্রুত। ৫২তম বলে ফিফটি পূর্ণ করেন মুর্শিদা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তার চতুর্থ ফিফটিতে। শেষদিকে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন জ্যোতি। শেষ ওভারে তার ব্যাট থেকে আসে ৩টি চার। ২১ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংসে জ্যোতি হাঁকান ৬টি চার। ফিফটি পূর্ণ করে হাত খোলেন মুর্শিদাও। ৬ চার ও ১ ছক্কায় মুর্শিদার ব্যাট থেকে আসে ৫৯ বলে ৬২ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি করে উইকেট নেন এলিজ ও ননডুমিসো।