খেলা
স্বাধীনতা কাপ ফুটবল
পুলিশকে হারিয়ে সেমিতে রহমতগঞ্জ
স্পোর্টস ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৩, সোমবার
গ্রুপ পর্বে আলো ছড়ানো পুলিশ এফসি কোয়ার্টার-ফাইনালেও নিজেদের মেলে ধরলো শুরুতে। প্রথমে এগিয়েও গেল তারা। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তাদের বিদায় ঘণ্টা বাজিয়ে স্বাধীনতা কাপের সেমি-ফাইনালে উঠলো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম কোয়ার্টার ফাইনালে পুলিশকে ২-১ গোলে হারায় রহমতগঞ্জ।
পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরানোর পর ব্যবধান গড়ে দেওয়া গোলটিও করেন ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কোনি। দশম মিনিটে মানাস কারিপভের শট আটকে রহমতগঞ্জের ত্রাতা গোলরক্ষক মোহাম্মদ নাইম। ২০তম মিনিটে স্যামুয়েলের হেড দূরের পোস্টে লেগে প্রতিহত হওয়ার পর ক্লিয়ার করেন এক ডিফেন্ডার; তাতে স্বস্তিতে থাকে পুলিশ এফসিও। ২২তম মিনিটে এদুয়ার্দ মোরিও বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পুলিশ এফসি। সফল স্পট কিকে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেরা আটে উঠে আসা দলকে এগিয়ে নেন ইবারগেন গার্সিয়া।
এরপরই স্যামুয়েলের ঝলক। তিন মিনিটের মধ্যে জোড়া গোল করেন ঘানার এই ফরোয়ার্ড। ২৮তম মিনিটে বক্সের ভেতর থেকে শরীর ঘুরিয়ে নেওয়া ভলিতে রহমতগঞ্জকে সমতায় ফেরান স্যামুয়েল। পুরান ঢাকার দলটি এগিয়ে যায় ৩১তম মিনিটে। সুশান্ত ত্রিপুরার ফ্রি কিকে ইসকান্দার সিদ্দিক জনোভের হেডের পর নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন স্যামুয়েল। ৭৫তম মিনিটে সতীর্থের আড়াআড়ি ক্রসে কারিপোভ দূরের পোস্টে বল পেলেও বাইরে মেরে নষ্ট করেন ভালো সুযোগটা। শেষ দিকে রক্ষণ জমাট রেখে ব্যবধান ধরে রাখে রহমতগঞ্জ।