শেষের পাতা
ইইউ’র ইলেকশন এক্সপার্ট টিমের সঙ্গে বিএনপি’র বৈঠক
স্টাফ রিপোর্টার
৩ ডিসেম্বর ২০২৩, রবিবারআসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের ইলেকশন এক্সপার্ট টিমের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার বিকাল ৩টা থেকে ঘণ্টাব্যাপী ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খানসহ ৫ জন নেতা উপস্থিত ছিলেন। মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেছেন, গায়েবি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতৃবৃন্দসহ সারা দেশে হাজার-হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার, পরিবারের সদস্যদের উপর নির্যাতন, গভীর রাত পর্যন্ত আদালতের কাজ চালু রেখে, বিরোধী দলের সম্ভাব্য প্রার্থীসহ শত শত নেতাকর্মীদের ফরমায়েসি সাজা প্রদানের মত দমন-পীড়নের মধ্যে একতরফা নির্বাচনী প্রহসনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।