খেলা
‘১০ হাজারতম’ গোল পেলেন রামোস, অভাবনীয় হার সেভিয়ার
স্পোর্টস ডেস্ক
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
প্রথমার্ধেই লিড নেয় সেভিয়া। বিরতির পর ব্যবধানটা বাড়িয়েও নেয় স্প্যানিশ লা লিগার দলটি। দাপুটে ছন্দে ৬৮তম মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল সেভিয়া। তবে এরপরই নাটকীয় প্রত্যাবর্তন করে পিএসভি এইন্ধোভেন। তিন গোল দিয়ে ডাচ্ ক্লাবটি তুলে নেয় অভাবনীয় জয়। বুধবার র্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লীগের ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক সেভিয়াকে ৩-২ গোলে হারায় পিএসভি। দল হারলেও একটি গোল করে ইতিহাসের সাক্ষী হন সেভিয়ার স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। ঘরের মাঠে ম্যাচের ২৪তম মিনিটে সেভিয়াকে লিড এনে দেন সার্জিও রামোস।
এটি চ্যাম্পিয়নস লীগ ইতিহাসে ১০ হাজারতম গোল। ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকিটিচের ক্রস থেকে হেডে ইতিহাস গড়া গোলটি করেন রামোস। ফুটবলের পরিসংখ্যানবিষয়ক এক্স অ্যাকাউন্ট ‘অপ্টা জো’ জানিয়েছে, ইউরোপিয়ান কাপ ১৯৯২ সালে নাম বদলে চ্যাম্পিয়নস লীগ হওয়ার পর ৩১ বছর ৪ দিনের মাথায় ১০ হাজারতম গোলটি দেখলো এই প্রতিযোগিতা। ১৯৯২ সালে চ্যাম্পিয়নস লীগের প্রথম সংস্করণে ২৫ নভেম্বর গ্রুপপর্বে সিএসকেএ মস্কোর বিপক্ষে এ প্রতিযোগিতার প্রথম গোলটি করেছিলেন ক্লাব ব্রুগার নাইজেরিয়ান ফরোয়ার্ড দানিয়েল আমোকাশি। চ্যাম্পিয়নস লীগকে দশ হাজার গোলের মাইলফলকে পৌঁছে দিয়ে নিজেও রেকর্ড গড়েন রামোস।
চ্যাম্পিয়নস লীগে সবচেয়ে বেশি বয়সে গোলের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন স্প্যানিশ ডিফেন্ডার । ৩৭ বছর ৭ মাস ৩০ দিন বয়সে গোল করলেন তিনি। এই তালিকায় শীর্ষে এফসি পোর্তোর পর্তুগিজ ডিফেন্ডার পেপে। গত ৭ই নভেম্বর রয়্যাল অ্যান্টওয়ার্প এফসির বিপক্ষে ৪০ বছর ৮ মাস ১২ দিন বয়সে গোল করেন পেপে। আর ডিফেন্ডার হিসেবে চ্যাম্পিয়নস লীগেও সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন রামোস (১৬)। রবার্তো কার্লোস ও জেরার্ড পিকের গোলসংখ্যাও ১৬। রামোসের রেকর্ডগড়া গোলের পর ৪৭তম মিনিটে সেভিয়াকে দ্বিতীয় গোলটি উপহার দেন দলটির মরোক্কান ফরোয়ার্ড ইউসেফ এন-নেসেরি।
৬৬তম মিনিটে লুকাস ওকাম্পোস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সেভিয়া। তার দুই মিনিট পর মরোক্কান মিডফিল্ডার ইসমায়েল সাইবারির গোলে ম্যাচে ফেরার আভাস দেয় পিএসভি। ৮১তম মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে পিএসভি। ৯০+২তম মিনিটে ডাচ্ ক্লাবটিকে ৩-২ গোলের জয় উপহার দেন মার্কিন ফরোয়ার্ড রিকার্দো পেপি। ৯০+৮তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দো লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় সেভিয়া। এই হারে চ্যাম্পিয়নস লীগের গ্রুপপর্ব থেকেই বিদায় নিলো সেভিয়া। জয় পেলেও এখনো শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়নি পিএসভি এইন্ধোভেনের। ৫ ম্যাচে ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তলানিতে সেভিয়া। দুইয়ে থাকা পিএসভির পয়েন্ট ৮।