বাংলারজমিন
গাজীপুরে দু’টি কাভার্ডভ্যানে আগুন
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবারগাজীপুরে জাঝড় এলাকায় দু’টি কাভার্ড ভ্যানে গতকাল ভোরে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। অন্যদিকে অবরোধের সমর্থনে ভোরে গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হরতালের সমর্থনের ঝটিকা মিছিল করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকার টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহন কিছুটা কম চলাচল করলেও অভ্যন্তরীণ রুটের বাসসহ অন্যান্য যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুস সামাদ জানান, নগরের ঢাকা বাইপাস সড়কের জাঝড় এলাকায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, গাজীপুরের ভোগরা বাইপাস মোড় হয়ে মিরের বাজারের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা একটি পোশাক কারখানার মালামাল বোঝাই ট্রাক ও চলন্ত অবস্থায় অপর একটি ট্রাকে দাহ্য পদার্থ ছুড়ে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।