ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

এমন জয় কখনো পায়নি সিটি

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ১২:২৪ অপরাহ্ন

mzamin

প্রথমার্ধে ২ গোলের লিড নেয় আরবি লাইপজিগ। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে দাপুটে প্রত্যাবর্তন করে ম্যানচেস্টার সিটি। ৩ গোল করে তুলে নেয় জয়। মঙ্গলবার এতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লীগে ‘জি’ গ্রুপের ম্যাচে লাইপজিগকে ৩-২ গোলে হারায় স্বাগতিকরা। এই জয়ে একটি কীর্তি গড়েছে ম্যানচেস্টারের দলটি। 

ঘরের মাঠে ম্যাচের ১৩তম মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। ৩৩তম মিনিটে হজম করে দ্বিতীয় গোলটি। জার্মান বুন্দেসলিগার ক্লাব আরবি লাইপজিগকে লিড এনে দেয়া দুটি গোলই করেন বেলজিক স্ট্রাইকার লুইস ওপেন্ডা। দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্দের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় গত আসরের চ্যাম্পিয়নরা। ৭০তম মিনিটে ফিল ফোডেনের গোলে সমতা টানে ম্যান সিটি। আর ৮৭তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের গোলে ৩-২ গোলের জয় নিশ্চিত করে সিটিজেনরা।

নিজেদের উয়েফা চ্যাম্পিয়নস লীগ ইতিহাসে প্রথমার্ধে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে এই প্রথম জয়ের স্বাদ পেলো ম্যানচেস্টার সিটি। এর আগে ইউরোপ সেরার মঞ্চে এমন ছয়টি ম্যাচ হেরেছে স্কাই ব্লু’রা।

লাইপজিগকে লিড এনে দেয়া গোলটিকে অ্যাসিস্ট করেন দলটির গোলরক্ষক জ্যানিস ব্ল্যাসউইক। জার্মান কিপারের লম্বা শট ম্যান সিটির ডি-বক্সের সামনে পেয়েই গোলের খাতা খুলেছিলেন ওপেন্ডা। এই অ্যাসিস্টে একটি কীর্তি হয় ব্ল্যাসউইকের। চ্যাম্পিয়নস লীগে গত ২০ বছরে কোনো গোলরক্ষক অ্যাসিস্ট করার নজির গড়লেন। সবশেষ ২০০৩-০৪ মৌসুমে কীর্তিটি দেখিয়েছিলেন দেপোর্তিভো ডে লা করুনা গোলরক্ষক মোলিনা।

আগেই চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলো নিশ্চিত করা ম্যানচেস্টার সিটি ৫ ম্যাচে শতভাগ জয়ে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে রয়েছে। দুইয়ে থাকা আরবি লাইপজিগের পয়েন্ট ৯। 
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status