শেষের পাতা
বিরোধী জোটের অবরোধ আজ
স্টাফ রিপোর্টার
২৯ নভেম্বর ২০২৩, বুধবারসরকার পতনের একদফা দাবিতে বিরোধী জোটের ৮ম দফায় ডাকা ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে আজ। সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক এই অবরোধ পালন করবে তারা। এরপর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করবে তারা। এদিকে একই কর্মসূচি জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণঅধিকার পরিষদসহ সমমনা দলগুলো।
উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর মহাসমাবেশে হামলার পর সরকারের পদত্যাগের এক দফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯শে অক্টোবর থেকে সারা দেশে দু’দফায় তিনদিন হরতাল ও সাত দফায় ১৫ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে।