খেলা
যে সুযোগ এখন কিংসের সামনে
স্পোর্টস রিপোর্টার
২৯ নভেম্বর ২০২৩, বুধবার
গত সোমবার কিংস অ্যারেনায় প্রত্যাবর্তনের গল্প লিখে ‘ডি’ গ্রুপে শীর্ষে জায়গা করে নেয় বসুন্ধরা কিংস। রাতে মোহনবাগানকে ৫-২ গোলে হারিয়ে কিংসের জায়গাটা আরও পোক্ত করে দেয় ওড়িশা এফসি। কলকাতার জায়ান্টদের আর সুযোগ নেই পরের রাউন্ডে যাওয়ার। তাদের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে কিংসের সঙ্গে পরের রাউন্ডে যাওয়ার লড়াই জমিয়ে তুলেছে ওড়িশা।
প্রথমবার ইন্টার জোনাল সেমিফাইনাল খেলতে শেষ ম্যাচে ওড়িশার বিপক্ষে কিংসের দরকার অন্তত ১ পয়েন্ট। এর আগে ২০১৯ সালে দেশের ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড এএফসি কাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল। তারপর আকাশী-হলুদ শিবির ইন্টার জোনাল সেমিফাইনালে উত্তর কোরিয়ার এফসি টোয়েন্টি ফাইভের বিপক্ষে ঢাকায় ম্যাচও জিতেছিল। তবে উত্তর কোরিয়ায় অ্যাওয়ে ম্যাচে হেরে যাওয়ায় ফাইনাল খেলতে পারেনি আবাহনী। এবার চার বছর পর দেশের আরেক ক্লাব বসুন্ধরা কিংসের সামনে নকআউট পর্বে যাওয়ার সুবর্ণ সুযোগ। পাঁচ ম্যাচ শেষে কিংস ১০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে। সমান ম্যাচে ওডিশার পয়েন্ট ৯। কলকাতার আরেক ক্লাব মোহনবাগান ৭ পয়েন্ট নিয়ে ছিটকে গেছে।
১১ই ডিসেম্বর কিংস ও ওডিশার ম্যাচটি মূলত অঘোষিত ফাইনাল। ওই ম্যাচ নিয়ে কিংসের কোচ অস্কার ব্রুজন বলেন, ‘আমরা এ মুহূর্তে ভালো অবস্থানে আছি, কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। এখন আমাদেরকে ভারতে যেতে হবে এবং পরের ধাপে যেতে সেখানে গিয়ে কমপক্ষে এক পয়েন্ট পেতে হবে।’ এজন্য তার ছেলেরা প্রস্তুত আছেন জানিয়ে বলেন, আমরা মানসিকভাবে এখন অনেক শক্তিশালী। মানসিকতার কারণেই ৮০ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জিতেছি। কাজটি কিন্তু এবারই আমরা প্রথম করি নাই। এর আগেও আমরা একই রকম প্রত্যাবর্তনের গল্প লিখেছি।’ প্রতি ম্যাচেই এমন প্রত্যাবর্তন সম্ভব কিনা জানতে চাইলে ব্রুজন বলেন, হয়তো না। তবে আমরা মানসিক ভাবে অনেক শক্তিশালী হয়ে উঠেছি। যা ওড়িশার ম্যাচে কাজে আসবে। আশা করি নতুন এক ইতিহাস লিখতে পারবে কিংস।