অনলাইন
চট্টগ্রামে বাসে আগুন দেয়ার ঘটনায় দুই সন্দেহভাজন আটক
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ২:১১ অপরাহ্ন
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসে আগুনের ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে হালিশহরের শান্তিবাগ এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, রাত ১১টার দিকে বাসটি রাস্তায় রেখে চালক ও হেলপার একটি হোটেলে রাতের খাবার খেতে গেলে দুর্বৃত্তরা খালি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে বলে জানান ওসি। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় উল্লেখ করতে রাজি হননি তিনি।
ওসি বলেন, আটক ২ জনের কাছ থেকে প্রাপ্ততথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।