রাজনীতি
বিএনপি নেতা আমিনুল ফের ৩ দিনের রিমান্ডে
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৫:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ অপরাহ্ন
রাজধানীর হাতিরঝিল থানার একটি মামলায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার সিএমএম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রমনা থানার একটি মামলায় তাকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো।
আমিনুল হকের আইনজীবী কামরুজ্জামান সুমন জানান, হাতিরঝিল থানায় গত মাসে দায়ের করা একটি রাজনৈতিক মামলায় আমিনুল হককে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।