ঢাকা, ১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

ছাত্রলীগ নেতার বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে কারিগর নিহত

অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

ভোলায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে এক কারিগরের মৃত্যু হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজারসংলগ্ন শরিফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। শরিফুল ধলীগৌরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শরিফুলের বাবা আজহারুল ইসলাম মাঝি ছেলের কক্ষে বোমা বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম মো. মনির বয়াতি (৪৭)। তিনি জনতা বাজার এলাকার তালেব আলীর ছেলে। বিস্ফোরণে আহত মো. ফিরোজ (৩৫) একই এলাকার অজিউল্লাহ মাঝির ছেলে। ফিরোজকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন বলেন, মনির বয়াতি অনেক আগ থেকেই বোমার কারিগর হিসেবে পরিচিত।

তবে জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বলেন, বোমা বানাতে গিয়ে, না কি কেউ বোমা ছুড়ে বিস্ফোরণ ঘটিয়েছে, সঠিকভাবে তা এখন বলা যাচ্ছে না। এ ঘটনায় তদন্ত চলছে।

বিজ্ঞাপন
পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

ছাত্রলীগ নেতা শরিফুলের বাবা আজহারুল ইসলাম বলেন, গতকাল রাত ১২টার দিকে তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। তখন উঠে দেখেন, তার ছেলে মো. শরিফুল ইসলামের ঘরের চাল ও বেড়া উড়ে গেছে। ঘর থেকে পুত্রবধূরা নাতি-নাতনিদের নিয়ে দিগ্‌বিদিক ছুটছিলেন। ছেলেরা তখন বাজারে ছিলেন। তিনি ধোঁয়ার কারণে ভালোভাবে কিছু দেখতে পারছিলেন না। পরে যখন ধোঁয়া কমে যায়, তখন মনির বয়াতি ও মো. ফিরোজকে রক্তাক্ত পড়ে থাকতে দেখেন।

পাঠকের মতামত

জঙ্গিবাদ নিপাত যাক।

মোঃ আতিকুর রহমান
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৭:২১ অপরাহ্ন

এঘটনা যদি বিএনপি. জমাত কিংবা হেফাজতের কোন কর্মির বাড়ীতে ঘটতো তবে দেশী বিদেশী মিডিয়া পাড়ায় আলোচনা জড় লেগে যেতো।।

shah alom amini
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৫:১১ পূর্বাহ্ন

ঘটনাটা আন্তর্জাতিক মহলে অবগত করার ব্যবস্থা করা হোক ।

Ruhul Amin
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:৫৮ পূর্বাহ্ন

সোনার বাংলায়, সোনার ছেলেদের নিয়ে অপপ্রচার অদৃষ্ট সহ্য করবে না।

ইতরস্য ইতর
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:৫৮ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status