শেষের পাতা
ভোটের মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য
স্টাফ রিপোর্টার
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবারদ্বাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৪৭ হাজার ৩২২ জন সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। গতকাল নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
অশোক কুমার দেবনাথ বলেন, ভোটের মাঠে মোট আনসার ৫ লাখ ১৬ হাজার, পুলিশ ও র্যাব ১ লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ড ২ হাজার ৩৫৫ জন, বিজিবি ৪৬ হাজার ৮৭৬ জন থাকবে। ব্যাংক অনুযায়ী একজন পুলিশের সর্বনিম্ন ভাতা ৫৩৬ টাকা, সর্বোচ্চ ১২০০ টাকা। র্যাবও একই পরিমাণ পাবে। বিজিবি সর্বনিম্ন ৪০০ টাকা, সর্বোচ্চ ১২২৫ টাকা ভাতা পাবে। কোস্টগার্ড সর্বনিম্ন ৬৩৭ টাকা, সর্বোচ্চ ১৮০০ টাকা, আনসার সর্বনিম্ন এক হাজার টাকা, সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা ভাতা পাবে।
পাঠকের মতামত
জাতীয় নির্বাচন সুষ্ট সুন্দর এবং দেশে বিদেশে গ্রহনযোগ্য করা লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতীয় নির্বাচন পরিচালনা করার জন্য দিলে আশাকরা যায় জেলা, উপজেলায় সিভিল সোসাইটি থেকে বিজ্ঞ লোক নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দিয়ে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে।
মন্তব্য করুন
শেষের পাতা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]