খেলা
‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বিরাট কোহলি
আতিকুল ইসলাম
২০ নভেম্বর ২০২৩, সোমবার
বিরাট কোহলি যেন ২০১৪ ফিফা ওয়ার্ল্ডকাপের লিওনেল মেসি। ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে শিরোপাবঞ্চিত হয় আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হওয়ার দুঃখ নিয়ে ভেজা চোখে আসর সেরার পুরস্কার নিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। এবার সেই স্মৃতি ফিরলো যেন আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। ২০২৩ আইসিসি ওয়ার্ল্ডকাপের ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হলেন রানার্সআপ ভারতের বিরাট কোহলি। বিশ্বকাপজুড়ে নান্দনিক পারফরম্যান্স উপহার দেন বিরাট কোহলি। রাউন্ড রবিন লীগ, সেমিফাইনাল এবং ফাইনাল মিলিয়ে ১১ ম্যাচে ৫৪.২৭ এবং ৯০.৩১ স্ট্রাইকরেটে ৭৬৫ রান করেন তিনি। যা আসরের সর্বোচ্চ সংগ্রহ। বিশ্বকাপের ফাইনালে ৬৩ বলে ৪ বাউন্ডারিতে ৫৪ রানের ইনিংস খেলেন কোহলি। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড ও প্রথম ব্যাটার হিসেবে এক আসরে ৭০০ রান ছোঁয়ার কীর্তি আগেই গড়েছিলেন বিরাট কোহলি।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]