রাজনীতি
প্রক্রিয়া শুরু করলেও তা নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়: চুন্নু
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ২০ নভেম্বর ২০২৩, সোমবার, ২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩১ অপরাহ্ন

জাতীয় পার্টি নির্বাচনের প্রক্রিয়া আরম্ভ করলেও তা নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমরা নির্বাচন প্রক্রিয়ায় আছি। আমরা একটা পরিবেশ আশা করেছিলাম যে নির্বাচন সুষ্ঠু হবে সেই আস্থা এখনও পুরোপুরি আসে নাই।
সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এই মন্তব্য করেন।
জাপা মহাসচিব বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একটা শিডিউল করেন। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা আশা করেছি, একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। দেশের মানুষ সে নির্বাচনে স্বতঃফুর্ত ভোট দিতে পারবে। সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা সেই নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া আরম্ভ করেছি। নির্বাচনে যাওয়ার জন্য প্রাথমিক কাজগুলোর সর্বশেষ হলো মনোনয়ন ফরম বিক্রি। আমাদের পার্লামেন্টারি বোর্ড প্রার্থী বাছাই করবে তারপর প্রার্থী চূড়ান্ত করবে।
তিনি আরও বলেন, আমরা নির্বাচনের প্রক্রিয়া আরম্ভ করেছি, কিন্তু এটাই আমাদের নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
নির্বাচন নিয়ে আওয়ামী লীগ-বিএনপিকে সংলাপে বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি দল ও বিএনপি কেউ আগ্রহী নয় সংলাপে, তবে এখনও সময় আছে আলোচনায় বসার।
পাঠকের মতামত
ধাপ্পাবাজি আর মোনাফেকির চূড়ান্ত রূপ মানুষ দেখেছে। আর সাধু সাজবার সুযোগ নেই। 'সাধু শয়তান' ছায়াছবি অনেক আগে দেখেছি পর্দায়। বাস্তবেও দেখা হয়ে গেলো। মনের স্বাদ পূর্ণ হলো। শোকর, আলহামদুলিল্লাহ।
পঁচা মাছের আবার দরাদরি কিসের কাস্টমার যা দেয় তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
এরা আওয়ামী লীগের চেয়েও খারাপ! এদের বিচার ও জনগন করবে! প্রতিটা সময় এদের কারণেই সরকার সুযোগ পেয়ে এসেছে। জাতীর কাছে এরা ঘৃণিত!
জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মহাসচিব বললেন নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিইনি।
জাতীয়পার্টি গৃহপালিত পশুর মত সংসদে থাকে, আর নিজেকে ভেলু করে তোলে।
এইসব এরশাদীয় ড্রামা জাতি ভালো করে বুঝে।দরকষাকষির ছাড়েন মিয়া।
এরা জাতীয় বেইমান
এরা জাতীয় বেইমান
সার্কাস পার্টির সার্কাস কবে শেষ হচ্ছে ?
আমি বলতেছি জাতীয় পার্টি নির্বাচনে আসবে। কারণ তার জাতীয় বেইমান!!
It's final process because this is jattyo party .
মেরুদন্ডহীণ একটা দল।
R kobe নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত nibe. pagol sob
আওয়ামীলীগ কিছু আসনের নিশ্চয়তা দিলেই নির্বাচনে যাবে । তাদের আমলনামা তে কোন অর্জন বেশি নাই। তাই স্বাধীন প্রতিযোগিতায় আসন পাবার সম্ভাবনাও কম। এখনও জাপা বিএনপি’কে অন্ধকারে রাখার জন্য এধরনের বক্তব্য দিচ্ছে । কারণ তারা বিজ্ঞ রাজনৈতিক নেতা ।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]