ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

নির্বাচনের পরিবেশ অনুকূলে: জারদারি

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৯ নভেম্বর ২০২৩, রবিবার, ৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৯ অপরাহ্ন

mzamin

দেশের বর্তমান পরিস্থিতি নির্বাচনের অনুকূলে আছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলি জারদারি। তিনি আরও বলেছেন, আসন্ন নির্বাচন স্বচ্ছতার দিকে অগ্রসর হচ্ছে। আগামী বছর ৮ই ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন। অর্থনৈতিক কঠিন অবনমন, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সন্ত্রাসের চ্যালেঞ্জ নিয়ে গত ৫টি বছর দেশটি অতিক্রম করেছে যেন রোলার কোস্টারের মতো। এরপর শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। বেশির ভাগ বড় রাজনৈতিক দল ৮ই ফেব্রুয়ারি নির্বাচনকে স্বাগত জানিয়েছে। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অনেকের অভিযোগ আছে। কেউ কেউ আসন্ন নির্বাচনের সুষ্ঠুতা এবং স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এমন অবস্থায় সাবেক প্রেসিডেন্ট জারদারি বলেছেন, নির্বাচনের জন্য তার দল পুরোপুরি প্রস্তুত। জারদারি বলেন, পিপিপিই একমাত্র দল, যারা যেকোনো পরিবেশে নির্বাচনে লড়াই করার সক্ষমতা রাখে। ৮ই ফেব্রুয়ারির নির্বাচনে বড় ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ আসনে তার দল বিজয়ী হবে বলে তিনি মন্তব্য করেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। 

মূলধারার প্রধান দুটি দল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এবং জারদারির পিপিপি বার বার অভিযোগ করছে যে, আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ নওয়াজকে (পিএমএলএন) ক্ষমতায় আনার পক্ষে পরিবেশ সৃষ্টি করা হয়েছে। পিপিপির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এ সপ্তাহে অভিযোগ করেছেন, তার দল কখনোই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না। তার দল সামনের নির্বাচনে সমান সুযোগ পাচ্ছে না বলে দলটি বার বার তাদের অভিযোগ তুলে ধরছে। বিলাওয়াল বলেন, পিপিপির বিরুদ্ধে গঠন করা হয়েছে ইসলামি জামহুরি ইত্তেহাদ (আইজেআই)। তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার পরও প্রচারণার ক্ষেত্রে সমান ক্ষেত্র তৈরি করা হয়নি। তবে প্রতিটি অবস্থায় পিপিপি প্রস্তুত আছে। পিপিপি নির্বাচনে বিজয়ী হবে।  

ওদিকে নির্বাচনে মাইনাস ইমরান খান বিষয়ক রিপোর্ট নিয়ে ব্যাপক আলোচনা আছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেনি তত্ত্বাবধায়ক সরকার- এমন অভিযোগ তার দল পিটিআইয়ের। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পিটিআই চেয়ারম্যান ইমরান খান এখনও আদিয়ালা জেলে বন্দি। দলের নেতৃত্ব দাবি করেছে- তাদেরকে নির্বাচনে অনুমোদন দেয়া হচ্ছে না। উল্লেখ্য, এর আগে ৩রা নভেম্বর সরকারকে সুপ্রিম কোর্ট ৮ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। পার্লামেন্ট বিলুপ্তির ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও তার বিরুদ্ধে অনেক আবেদন করা হয় আদালতে। তা নিয়ে শুনানি চলছিল। এর মধ্যে সুপ্রিম কোর্ট ওই নির্দেশ দেয়। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status