ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

যেমনটি জানতাম, পশ্চিমা বিশ্ব আর তেমন নেই: ইইউ কমিশন

মানবজমিন ডেস্ক

(১ দিন আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২০ অপরাহ্ন

mzamin

আমরা যেমনটি জানতাম, পশ্চিমা বিশ্ব আর তেমন নেই বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীতি ‘ঐতিহাসিক’ পরিবর্তন আনছে, যা ইইউকে নতুন বিশ্ব কাঠামো গঠনে সক্রিয় ভূমিকা পালনে বাধ্য করছে। মঙ্গলবার জার্মান সংবাদপত্র দেই জেইট- এ দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি।

উরসুলা আরও বলেন, তিনি একজন প্রত্যয়ী আটলান্টিকবাদী ও যুক্তরাষ্ট্রের বন্ধু হলেও ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউরোপের সংকটের ফলে যে ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা ইইউ’কে যথাযথ পদক্ষেপ নিতে বাধ্য করেছে। এ খবর দিয়েছে তুর্কি বার্ত সংস্থা আলাদোলু। এতে বলা হয়, এতদিন যাকে বিশ্ব ব্যবস্থা হিসেবে দেখা হয়েছিল তা এখন বিশ্ব ব্যাধিতে পরিণত হয়েছে উল্লেখ করে উরসুলা বলেন, শুধুমাত্র চীন ও যুক্তরাষ্ট্রের ক্ষমতার মধ্যে লড়াইয়ের জন্য নয়, এর পিছনে পুতিনের (রুশ প্রেসিডেন্ট) সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্খাও রয়েছে। এক্ষেত্রে নতুন আরেকটি ইইউ প্রয়োজন। যার মাধ্যমে পরিবর্তিত বিশ্বে প্রবেশ এবং আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন।

উরসুলা জানান, ট্রাম্প প্রশাসনের আগ্রাসী বাণিজ্যনীতি সত্ত্বেও ইউরোপ স্থির থেকেছে। এছাড়া নির্ভরযোগ্যতার জন্য বিশ্বের বহু দেশ এখন ইউরোপের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত অংশীদারত্ব চায়।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status