ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

প্রত্যাবর্তন সম্পর্কিত লাখ লাখ মামলা ত্বরান্বিত করতে চান ট্রাম্প

মানবজমিন ডেস্ক

(১ দিন আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৬:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫৬ অপরাহ্ন

mzamin

প্রত্যাবর্তন সম্পর্কিত লাখ লাখ মামলার বিষয়টি ত্বরান্বিত করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পূর্ণ শুনানি না করেই প্রত্যাখান করতে পারে-  আশ্রয় সম্পর্কিত এমন  মামলাগুলো খতিয়ে দেখতে ফেডারেল অভিবাসন বিষয়ক বিচারকদের নির্দেশ দিয়েছে দেশটির আইন মন্ত্রণালয়। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালতের তত্ত্বাবধান করেন আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পরিচালক স্যারস ওয়েন। ১১ই এপ্রিল কার্যকর হওয়া একটি মেমোতে তিনি বলেন, বিচারকদের তাদের ডকেটে থাকা মামলাগুলো অবিলম্বে নিষ্পত্তির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। অভিবাসন আদালতের মাধ্যমে মামলার প্রবাহ দ্রুততর করা হলে- গণহারে গ্রেপ্তার ও প্রত্যাবর্তনের বিষয়টি আরও জোরালো হতে পারে। ধারণা করা হচ্ছে, ইমিগ্রেশন রিভিউ-এর নির্বাহী অফিসের অর্ধেক মামলাই অভিবাসন প্রার্থীদের। তবে ওই সংখ্যা এখনও পরিষ্কার নয়। 

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় যুক্তরাষ্ট্রে আসা কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার ৫ লাখ ৩০ হাজার অভিবাসীর মানবিক সুরক্ষা প্রত্যাহারের চেষ্টা করেন ট্রাম্প। তবে তাকে এতে বাধা দেন একজন ফেডারেল বিচারক। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ বিষয়ে অভিযোগ করেন ট্রাম্প। এদিকে দ্রুত আটক বিষয়ে ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এর জন্য ৪৫ বিলিয়ন ডলারের চুক্তির প্রস্তাব দিয়েছে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ। উল্লেখ্য, অভিবাসন আদালতে ওই সব মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর সময় লেগে যেতে পারে। রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দলের পরবর্তী প্রশাসনেরই লক্ষ্য ছিলো মামলাগুলো কমানো। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অবশ্য মামলাগুলো ক্লোজ করে দিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। এর পর পরই বিশ্বের লাখ লাখ অভিবাসী মেক্সিকোর সঙ্গে থাকা যুক্তরাষ্ট্রের সীমান্তে ভীড় করতে থাকেন। বেশির ভাগই অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। কেউ কেউ সীমান্তরক্ষীদের কাছে আত্মসমর্পণ করেন এবং কর্তৃপক্ষকে জানান যে, তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করছেন।  

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status