বিশ্বজমিন
মিরাটে এবার পরকীয়ার বলি অমিত
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৬ অপরাহ্ন

এক মাস না পেরুতেই ভারতের উত্তর প্রদেশের মিরাটে আবার পরকীয়ার বলি হলেন অমিত নামের এক শ্রমিক (২৫)। ঘটনা ধামাচাপা দিতে মৃতদেহের পাশে একটি সাপ ছেড়ে দেয় তার স্ত্রী রভিতা ও প্রেমিক অমরদ্বীপ। যাতে মনে হয় অমিত সাপের কামড়ে মারা গেছেন। তবে ময়না তদন্তের রিপোর্টে অমিতের মৃত্যুর আসল কারণ জানা যায়। এতেই বেরিয়ে আসে থলের বিড়াল। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। গত সপ্তাহে শনিবার কাজ শেষে বাড়ি ফেরেন অমিত। এরপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যেই স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে রভিতা। এরপর সে আর তার প্রেমিক মৃতদেহের পাশে একটি সাপ ছেড়ে দেয়। এর পরই গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয় এবং সাপটি ধরে ফেলে। তবে শেষ রক্ষা হলো না রভিতা-অমরদ্বীপের। ময়না তদন্তের রিপোর্ট তাদের কুকীর্তি ফাঁস করে দিয়েছে। ওই ঘটনায় পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে। ঠিক এক মাস আগে একই ধরনের ঘটনার সাক্ষী হয় মিরাটবাসী। পরকীয়ার বলি হন সৌরভ রাজপুত নামে নৌবাহিনীর এক সাবেক কর্মকর্তা। তারই বন্ধুর (শাহিল শুক্লা) সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে স্ত্রী মুসকান। এরপর মুসকান ও সাহিল মিলে সৌরভকে হত্যা করে। লাশ গুম করার জন্য তা একটি ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে দেয় তারা। তবে শেষ রক্ষা হয়নি। তাদের অপরাধ প্রকাশ্যে চলে আসে। পরবর্তীতে পুলিশ ওই দুইজনকে গ্রেপ্তার করে।