বিশ্বজমিন
পারমাণবিক অস্ত্র অর্জন থেকে খুব বেশি দূরে নয় ইরান: জাতিসংঘ
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২০ অপরাহ্ন

পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেয়ার আগে এ মন্তব্য করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে ইরান। যদিও তেহরান কখনই তাদের অভিযোগ স্বীকার করেনি। তেহরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি পুরোটাই বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন গালফ টাইমস।
এতে বলা হয়, বুধবার ফরাসি পত্রিকা লে মন্ডেকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, এ বিষয়টি ধাঁধার মতো। তাদের কাছে খণ্ড খণ্ড (পারমাণবিক) শক্তি আছে, একদিন তারা এগুলো একত্রিত করতে পারবে। তিনি আরও বলেন, ইরানের ওই পর্যায়ে পৌঁছাতে এখনও বহু পথ বাকি থাকলেও সময়টা খুব বেশি দূরে নয়, যা আমাদের স্বীকার করতেই হবে।
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আওতায় তাদের কর্মকাণ্ড তদারকির দায়িত্ব দেয়া হয় জাতিসংঘের এই পর্যবেক্ষণ সংস্থাকে। তবে চুক্তির তিন বছরের মাথায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেখানে সরিয়ে নিলে তা ভেঙ্গে যায়। ইরানের পারমাণবিক সক্ষমতার বিষয়টি যাচাই করার ওপর জোর দিয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি (আইএইএ) প্রধান গ্রোসি। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু এটা বললেই হবে না যে, আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই। যার ভিত্তিতে তারা আপনাকে বিশ্বাস করবে। এক্ষেত্রে বিষয়টি আমাদের যাচাই করতে দিতে হবে।
বুধবার তেহরানের মাটিতে পা রাখেন আন্তর্জাতিক আণবিক সংস্থার ওই প্রধান। সেখানে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন। এই সফরে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গেও গ্রোসির সাক্ষাতের কথা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিজের সাক্ষাৎকে বেশ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন গ্রোসি। এক্সের এক পোস্টে তিনি বলেছেন, কূটনীতির জরুরি প্রয়োজনে ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে প্রকৃত নিশ্চয়তা প্রদানে আইএইএ এর সঙ্গে সহযোগিতা অপরিহার্য।
২০১৮ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন ট্রাম্প। এরপর তার দ্বিতীয় মেয়াদে এ নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। আগামী সপ্তাহে দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা এখন পর্যন্ত চূড়ান্ত। দুই দেশই তাদের প্রথম পর্যায়ের আলোচনাকে গঠনমূলক বলে অভিহিত করেছে। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলাপ চলাকালীন তেহরান সফর করলেন গ্রোসি।