বিনোদন
‘আমার মধ্যে তাড়াহুড়ো নেই’
স্টাফ রিপোর্টার
১২ নভেম্বর ২০২৩, রবিবার
বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন চ্যানেল আই সেরাকণ্ঠ প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। সর্বশেষ গত বৃহস্পতিবার আরটিভি’র লাইভে পারফর্ম করেছেন তিনি। তার আগের দিন পাঁচ তারকা হোটেল রেডিসনে গান গেয়েছেন ঝিলিক। এর বাইরে নতুন নতুন গানে কণ্ঠ দেয়া ও চ্যানেলের অনুষ্ঠান রেকর্ডিং তো রয়েছেই! নিজের ব্যস্ততা প্রসঙ্গে ঝিলিক বলেন, গান নিয়ে ব্যস্ততা তো থাকেই। তবে সামনে ব্যস্ততাটা আরও বাড়ার কথা। কারণ শোয়ের সিজন আসছে। তবে রাজনৈতিক পরিস্থিতির ওপরও সেটা অনেকটা নির্ভর করে। তবে আশা করবো খুব সুন্দর একটি সিজন কাটাতে পারবো আমরা শিল্পীরা। এদিকে ঝিলিকের বেশ কয়েকটি নতুন গানও রেকর্ড হয়ে আছে। সেগুলোও সামনে প্রকাশ হবে, তবে নির্দিষ্ট সময় পর পর।
এরমধ্যে বেশকিছু সিনেমার গানেও কণ্ঠ দেয়া হয়েছে তার। কিন্তু প্লে-ব্যাকে ঝিলিককে কম পাওয়া যাওয়ার কারণ কি? এ গায়িকা বলেন, আমি যখন সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন হই তখনই শ্রদ্ধেয় বিচারকসহ অনেকেই বলেছিলেন আমার কণ্ঠ প্লে-ব্যাকের জন্য খুব ভালো। কিছু প্লে-ব্যাক করেছিও। তবে আমার মনে হয় ফিল্মের গানে সিন্ডিকেট রয়েছে। তবে আমি বিষয়টি নিয়ে একদমই হতাশ নই। কারণ আমার মনে হয় যার যেটা প্রাপ্য সে সেটা একদিন না একদিন পাবেই। আমি নিজের জায়গায় সৎ থেকে কাজ করে যেতে পছন্দ করি। আমার মধ্যে একদমই ভণিতা নেই। তাড়াহুড়োও নেই। গান তাড়াহুড়োর বিষয়ও না। গান আমি শিখে এসেছি। এখনো প্রতিনিয়ত শিখছি। সারা জীবন শিখে যাবো। সৃষ্টিকর্তা আমাকে এ জায়গায় এনেছেন, গুণীজনদের প্রশংসা পাচ্ছি, শ্রোতাদের এত এত ভালোবাসা পাচ্ছি, এটাই ক’জনের ভাগ্যে জোটে।