বিনোদন
ব্যাট বলে আলো ছড়াচ্ছেন নীল
স্টাফ রিপোর্টার
১২ মে ২০২৫, সোমবার
মূলত স্পোর্টস শো উপস্থাপনা করে আলোচনায় আসেন নীল হুরেরজাহান। ক্রিকেটভিত্তিক শোগুলো তার প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায় গত কয়েক বছর ধরেই বিভিন্ন চ্যানেলে প্রচার হয়ে আসছে। এর বাইরে করপোরেট শো নিয়েও রয়েছে তার ব্যস্ততা। অন্যদিকে, মাঝেমধ্যেই মনের মতো হলে অভিনয় করতে দেখা যায় নীলকে। কাজ করেছেন নাটক ও ওটিটিতে। এবার সঞ্চালনা থেকে ব্যাট-বল হাতে মাঠে আলো ছড়াচ্ছেন নীল। সেলিব্রিটি ক্রিকেট লীগ চলছে কিছুদিন ধরে। আর তাতেই জেভিসিও কিংস টিমের হয়ে ব্যাটে-বলে হাল ধরছেন নীল। এখানকার অভিজ্ঞতা নিয়ে নীল বলেন, অনেকেই বলেন আমি ক্রিকেট শো উপস্থাপনা করি, আবার এখন ক্রিকেট খেলছি! এটা শুনতেই মজা লাগছে। তাই বলে যে আমি অনেক ভালো খেলি তা নয়। তবে, বোলিং-ব্যাটিং দুটোই করছি আমি। সবমিলিয়ে খেলা জমে উঠেছে। নীল বলেন, এখানে সবাই মিডিয়া পার্সন। সবারই বিভিন্ন কাজ রয়েছে। তবে, খেলার মাঠে এসে খুব সিরিয়াস হয়ে যাচ্ছি আমরা। প্র্যাকটিসেও সবাই অনেক সময় দিচ্ছি। সবমিলিয়ে খুব উপভোগ করছি। নীল বলেন, প্রথম ম্যাচে হেরেছি, দ্বিতীয় ম্যাচে জিতেছি। তবে, আমরা অনেক পরিশ্রম করছি। উপস্থাপনায় আপনি অনেক ব্যস্ত, খেলার সময়টা বের করছেন কীভাবে? এ প্রশ্নের উত্তরে নীল বলেন, ব্যালেন্স করে করছি। গতকাল রাত ১০টায় শো করেছি একটা। দ্বিতীয় ম্যাচের দিনও সকালে ইভেন্ট করেছি। বিকালে খেলেছি। আপনার সঙ্গে ক্রিকেটারদের সখ্যতা রয়েছে। তাদের টিপস নিয়েছেন কিনা? উত্তরে তিনি বলেন, সেই ধৃষ্টতা করিনি। তবে, জিটিভি’র শোতে পাইলট ভাই এসেছিলেন। তার সঙ্গে অফিসেই আমরা মজা করে প্র্যাকটিস করেছিলাম একবার।