বিনোদন
নতুন নাটকে মালাইকা
স্টাফ রিপোর্টার
১ জুলাই ২০২৫, মঙ্গলবার
ছোট পর্দা থেকেই অভিষেক হয়েছে মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরীর। ‘অনুতপ্ত’ নামের একটি নাটকে অভিনয় করেছন তিনি, যেখানে তার বিপরীতে আছেন পার্থ শেখ। সামাজিক মাধ্যমে ‘অনুতপ্ত’ নাটকের একটি পোস্টার শেয়ার করেছেন মালাইকা। সঙ্গে নবাগত এই অভিনেত্রী জানান, জুলাইতে এবার বিশেষ কিছু আসছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। প্রযোজনায় রয়েছেন রাজ। এই নাটকের গল্প ঘুরে বেড়ায় একটি পরিবারের আবর্তে বাবার দায়িত্ববোধ, সন্তানের সঙ্গে সম্পর্ক এবং তরুণ-তরুণীদের অভিজ্ঞতা। সবকিছুর এক বাস্তবচিত্র ফুটে উঠবে এতে। নির্মাতার বিশ্বাস, দর্শকদের মন ছুঁয়ে যাবে নাটকটি। নাটকে মালাইকার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন- ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার। নাটকটিতে আরও অভিনয় করেছেন- শিবা শানু, তানজিম হাসান অনিকসহ অনেকে। ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ। উল্লেখ্য, এর আগে মালাইকা অভিনয় করেছিলেন ‘সন্ধিক্ষণ’ ও ‘ক্ষতিপূরণ’ নাটকে। নাটক দু’টিতে তার বিপরীতে ছিলেন- ফারহান আহমেদ জোভান ও ইয়াশ রোহান।