বিনোদন
মাইগ্রেনের সমস্যায় ভুগছেন জোভান
স্টাফ রিপোর্টার
১ জুলাই ২০২৫, মঙ্গলবার
ছোট পর্দার প্রিয় মুখ ফারহান আহমেদ জোভান। গত শনিবার ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে তিনি তার মাইগ্রেনের সমস্যার কথা জানিয়েছেন। তিনি বলেন, আমার সঙ্গে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকি-ই বা কয়দিন। কী কী কারণে মাইগ্রেনের সমস্যা হয় তাও বলেন তিনি। তার মতে- রোদে গেলে, আগুনের তাপে, চোখে আলো পড়লে, খুব সাউন্ডে এটি বাড়ে। তাই যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত বলে মনে করেন জোভান।