বিনোদন
কবে ফিরছেন শাবনূর
স্টাফ রিপোর্টার
১ জুলাই ২০২৫, মঙ্গলবার
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। গত বছর বেশ ঘটা করেই শুটিংয়ে ফিরেছিলেন ‘রঙ্গনা’ সিনেমা নিয়ে। কিন্তু মে মাসে আবার সিডনিতে চলে গেছেন তিনি। এরপর কেটে গেছে বহু সময়। সিনেমাটির কাজ আর হয়নি। কথা ছিল গত বছরের ৮ই আগস্ট থেকে আবার শুটিং হবে। কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে ওই সময় দেশেই ফিরতে পারেননি অভিনেত্রী। তাই শুটিংও হয়নি। এই কয়েক মাসে সঙ্গত কারণে বেশ কয়েকবার নানা রকম গুঞ্জন-গুজব ছড়িয়েছে। যার বেশির ভাগই নেতিবাচক। বলা হয়েছে, পারিশ্রমিক নিয়ে সমস্যা হওয়ায় ‘রঙ্গনা’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন শাবনূর। কেউ ছড়িয়েছে নির্মাতা আরাফাত হোসেনের সঙ্গে মতবিরোধ হয়েছে কিছু শর্ত নিয়ে। তাই ‘রঙ্গনা’ ছেড়ে দিয়েছেন শাবনূর। ফেব্রুয়ারিতে তিনি নিজেই এসব গুজবের জবাব দিয়েছেন। ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, আমার সিনেমা সম্পর্কিত কোনো খবর আমার মুখ থেকে না শোনা পর্যন্ত গুজবে কান দেবেন না এবং অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হবেন না। এরপর কয়েক দফা সিনেমার শুটিং শুরু হবে জানিয়েও আর ক্যামেরা চালু হয়নি ‘রঙ্গনা’ ছবিটির। এখন আবার শোনা যাচ্ছে, নতুন করে শুটিংয়ের প্রস্তুতি চলছে। পরিচালক আরাফাত বলেন, অনেকে বলার চেষ্টা করছেন, ‘রঙ্গনা’র শুটিং আর হচ্ছে না। এটি অবাস্তব কথা। নতুন পরিকল্পনা অনুযায়ী আমাদের শুটিং হবে। শিগগিরই শাবনূর আপা দেশে আসবেন। এ ছাড়া তিনি আরও বলেন, গরম কমলে সব প্রস্তুতি নেয়া হবে। শাবনূরের ছেলের স্কুল বন্ধ হলে তিনি দেশে ফিরবেন। তখনই শুরু হবে বন্ধ হয়ে থাকা ‘রঙ্গনা’ ছবির শুটিং।