ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

এক হাতে গোলাপ, অন্য হাতে কুড়াল

স্টাফ রিপোর্টার

(১০ ঘন্টা আগে) ১২ মে ২০২৫, সোমবার, ২:০৭ অপরাহ্ন

mzamin

নাটক, ওয়েব কন্টেন্ট, সিরিজের পর এবার বানিজ্যিক সিনেমার নায়িকা হয়ে সামনে আসছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নির্মাতা সঞ্জয় সমাদ্দারের সিনেমা 'ইনসাফ' এর নায়িকা তিনি। আসন্ন কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তবে এই সিনেমাটিতে ফারিণের লুক নিয়ে নান রকম প্রশ্ন বাঁধলো দর্শকদের মনে। রবিবার সন্ধ্যায় ছবিটির একটি পোস্টার দেখা যায়। আর তাতে সবার চোখ আটকে যায়। কারণ পোস্টারে ফারিণকে এক রহস্যময়ীর বেশে দেখা মেলে। পোস্টারে লক্ষ্য করলে দেখা যায়, ফারিণের আবেদনময়ী লুক,  পায়ে হাই হিল। তার মুখে রক্তের ছিটে ফোঁটা। চারপাশে আহত হয়েছে পড়ে আছে দু-চারজন। তাদের কারও হাত, কারও পা দেখা যাচ্ছে। শুধু তাই নয়, সেই পোস্টারে আরও দেখা যায়, ফারিণের এক হাতে রক্তমাখা কুড়াল, আরেক হাতে গোলাপ। আর পোস্টারটি প্রকাশ করে ক্যাপশনে লেখা আছে, রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই। সঞ্জয় সমাদ্দার সিনেমাটি নিয়ে বলেন, মূলত মানবিক সম্পর্কের গল্প নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি। আর সেখানে জাহান চরিত্রে দেখা যাবে ফারিণকে। এছাড়া এতে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবই থাকবে। গল্পের ইমোশন ঠিক রেখে ঈদের ছবির প্যাকেজ হিসেবে বানানো হয়েছে। গল্পে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা দেখে বোঝা যায় এগুলো বাংলাদেশের ছবি। নাটক, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম হয়ে এবার মূলধারার বাণিজ্যিক সিনেমায় আসলেন তাসনিয়া ফারিণ। আর সঞ্জয় সমাদ্দারের এই ছবির প্রথম ঝলকেই ভালোবাসা ও ভয়াবহতার ইঙ্গিত অভিনেত্রীর। সেই সময় থেকেই দর্শক-নেটিজেনদের মনে বাঁধতে থাকে নানা কৌতূহল। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম ও শরিফুল রাজ। 

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status