বিনোদন
‘তাণ্ডব ২’- এর শুটিং শেষ করলেন রাফী
স্টাফ রিপোর্টার
২ জুলাই ২০২৫, বুধবার
শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত এবারের ঈদুল আজহার সিনেমা ‘তাণ্ডব’। জানা গেছে, এরই মধ্যে ‘তাণ্ডব-২’-এর শুটিংও শেষ করে ফেলেছেন রাফী। তবে শিগগিরই মুক্তি পাবে না ‘তাণ্ডব’-এর সিক্যুয়েল। কারণ এর আগে রাফীর অন্য সিনেমার সিক্যুয়েল মুক্তির কথা রয়েছে। সেগুলোর সিরিয়াল করলে তিন নম্বরে আছে ‘তাণ্ডব-২’। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘তাণ্ডব-২’।